প্রতিবেদন : বাংলায় লড়বে তৃণমূল কংগ্রেস আর দেশে লড়াই করবে ইন্ডিয়া। বৃহস্পতিবার চাকলার কর্মী সম্মেলনের মঞ্চ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, ধর্মকে হাতিয়ার করে ভোট করে বিজেপি। আর ভোট হয়ে গেলে শোষণ। অত্যাচার। এটা ধর্ম নয়। এখানেই শেষ নয়, এদিন নেত্রীর তোপের মুখে পড়ে বিজেপিও। তিনি বলেন, সবচেয়ে বড় চোর বিজেপি। ডাকাত একেবারে। বিজেপিতে গেলেই ওয়াশিং মেশিনে পরিষ্কার হয়ে যাচ্ছে। বিজেপির ক’টা নেতা-মন্ত্রী জেলে আছে? বিজেপির নেতারা বলছে আরও গ্রেফতার বাড়াতে হবে। তা না হলে ভোট করা যাবে না। বৃহস্পতিবার, চাকলায় লোকনাথ ধামে গিয়ে নাম না করে বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, একতাই বাংলার শক্তি। বাংলার মতো একতা কোথাও নেই, যে যার মতো করে ধর্ম পালন করে।
নাম না করে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বলেন, ধর্ম নিয়ে ভোটের সময় রাজনীতি করব। আর সারা বছর ধর্মের নামে অত্যাচার হয়। বাংলায় শান্তি আছে। দুর্গাপুজো-বড়দিন-ইদ সব একসঙ্গে পালিত হয়। ধর্ম মানে সকলকে কাছে টেনে নেওয়ার বার্তা মমতার। অনেকে ভোটের সময় ধর্ম নিয়ে রাজনীতি করেন, আর সারা বছর অত্যাচার করেন। আমরা সেটা করি না। আমাদের কাছে ধর্ম মানে ভালবাসা। মায়ের শাড়ির আঁচলের মতো। মা যেভাবে শাড়ির আঁচল দিয়ে আগলে রাখেন, যত্ন নেন, আমরাও সেভাবে এই বাংলায় পরস্পর পরস্পরকে আঁকড়ে রেখেছি। একতাই বাংলার শক্তি।
আরও পড়ুন- লোকসভা ভোটের আগে তৃণমূলকে রুখতেই এজেন্সির দৌরত্ম্য! গেরুয়া শিবিরকে আক্রমণ দলনেত্রীর