ভুল বোঝাবুঝি মেটালেন অরূপ, ফের ক্রিসমাস কার্নিভাল চালু হাওড়ায়

Must read

প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে বৃহস্পতিবার ফের চালু হল হাওড়া ক্রিসমাস কার্নিভাল-২০২৩ (Howrah Christmas Carnival)। এ-বছরই প্রথম এই উৎসবের আয়োজন করা হয়েছে। ডুমুরজলায় ক্রিসমাস কার্নিভ্যাল শুরু হওয়ার ৫ দিন পর বুধবার সাময়িকভাবে তা বন্ধ হয়েছিল। এরপর মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে তা আবার চালু হল। এদিন মন্ত্রী অরূপ বিশ্বাস উৎসব প্রাঙ্গণে যান। হাওড়া পুরসভার প্রশাসক সুজয় চক্রবর্তী ও রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী তথা শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারির সঙ্গে বৈঠক করেন। তারপরেই ক্রিসমাস কার্নিভাল আবার শুরু হওয়ার কথা ঘোষণা করেন মন্ত্রী। সুজয় চক্রবর্তী এবং মনোজ তিওয়ারিকে পাশে বসিয়ে অরূপ বিশ্বাস জানিয়ে দেন, কোনও সমস্যা নেই।

আরও পড়ুন- বাংলায় লড়বে তৃণমূল, দেশে ‘ইন্ডিয়া’, জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

বড়দিনের আনন্দ হাওড়াবাসীর মধ্যে ছড়িয়ে দিতে পুরসভার তরফে ক্রিসমাস কার্নিভালের (Howrah Christmas Carnival) আয়োজন করা হয়। হাওড়া পুরসভার উদ্যোগে ডুমুরজলায় ক্রিসমাস কার্নিভ্যাল শুরু হয়েছিল ২২ ডিসেম্বর। ১২ দিন ধরে চলার কথা এই কার্নিভালের। কিছু সমস্যার জন্য সাময়িক বন্ধ ছিল। এরপর উৎসব ফের চালু করার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশমতো কার্নিভালে পৌঁছে যান অরূপ বিশ্বাস। আয়োজকদের সঙ্গে বৈঠকের শেষে তিনি জানান, সবাই হাতে হাত মিলিয়ে কাজ করুক। প্রত্যেক পরিবারে সমস্যা থাকে। বসে মিটিয়ে নেওয়া হয়েছে। মেলা নবীন-প্রবীণের মিলনক্ষেত্র। পায়ে লেগে ভুল বোঝাবুঝি হয়েছে। সুজয় চক্রবর্তী বলেন, ভিড়ের কারণে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল তবে এখন সব ঠিক আছে এবং কার্নিভাল আজ থেকে ফের চালু হল। একই সুর মনোজের গলাতেও শোনা গেল। তিনি এদিন মঞ্চে অনুপম রায়ের একটি গানও গেয়ে শোনান।

Latest article