আজ বুধবার বাঁকুড়ার (Bankura) ওন্দায় জনসভা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অভিষেকের আজকের এই সভার দিকে নজর ছিল সকলের। পঞ্চায়েত ভোটের আগেই আজ জনসভা থেকে বিজেপিকে নিশানা করেন তিনি। এছাড়াও অনেক বিষয়ে সরব হন তিনি।
আরও পড়ুন-রাজ্যে মিড ডে মিলের দুর্নীতির অভিযোগের পাল্টা প্রতিক্রিয়া ব্রাত্য বসুর
অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন মঞ্চ থেকে বলেন, ‘মা,বোন, সহযোদ্ধাদের নতমস্তকে প্রণাম যারা ৪২ ডিগ্রির এই দাবদাহেও ময়দান ছাড়েননি। মানুষের অধিকার দিল্লি থেকে ছিনিয়ে আনব। ২০১৯ সালে যারা আচ্ছে দিনের অপেক্ষায় বিজেপিকে ভোট দিয়েছিলেন কিন্তু চার বছরেও আচ্ছে দিন আসেনি। তবে প্রতি মূহুর্তে আপনাদের পাশে আছি।’
আরও পড়ুন-পাঞ্জাবের ভাটিন্ডা মিলিটারি স্টেশনে গুলি, নিহত চার
সামনের পঞ্চায়েত ভোট নিয়ে এদিন তিনি বলেন, ‘আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে তৃণমূল কাকে প্রার্থী করবে! আমি দলের সাধারণ সম্পাদক হিসেবে বলছি, মানুষ যাঁকে সার্টিফিকেট দেবে, তৃণমূল পঞ্চায়েত নির্বাচনে তাঁকে প্রার্থী করবে।’
আরও পড়ুন-রাজ্যের বেকারদের জন্য বড় সিদ্ধান্ত নবান্নের
বিজেপিকে নিশানা করে অভিষেক বলেন, ‘বাঁকুড়ায় বিজেপির এতজন জনপ্রতিনিধি রয়েছে। বাঁকুড়া মানুষ স্বপ্ন নিয়ে বিজেপিকে ভোট দিলেও আচ্ছে দিন আসেনি। কোভিডের সময় সুভাষ সরকার ও সৌমিত্র খাঁকে মানুষ পায়নি। মানুষের দুঃখে ও বিপদে শুধু পাশে থেকেছে তৃণমূল। বিজেপিকে ভোট দেওয়া আর খাল কেটে কুমির আনা এক।’
আরও পড়ুন-ভোরবেলা কেঁপে উঠল বিহার, উৎস্থল শিলিগুড়ি
বাঁকুড়ার মঞ্চ থেকেও ১০০ দিনের কাজের বকেয়া নিয়ে অভিষেক বলেন, ‘এই জেলার অনেক মানুষের জবকার্ড রয়েছে। অনেকে ১০০ দিনের কাজ করেও কাজের টাকা পায়নি। ১০০ দিনের কাজে বকেয়া টাকা নিয়ে আন্দোলন আমরা দিল্লির বুকে সংগঠিত করব। বাংলায় হেরে গিয়ে ২০ লাখ মানুষের টাকা গায়ের জোরে আটকে রেখছে।’
ফের দিল্লিতে বাংলার দাবি নিয়ে যাওয়া নিয়ে তিনি বলেন, ‘২৪ তারিখ থেকে বাংলার প্রত্যেক ব্লক থেকে ব্লক সভাপতিরা চিঠি সংগ্রহ করবেন। একমাসের মধ্যে ১ কোটি চিঠি নিয়ে আমি দিল্লিতে যাব। বাংলার দাবি দাওয়া আদায়ের জন্য কৃষি ভবনের সামনে বসব।’
আরও পড়ুন-দিনের কবিতা
এদিন তিনি আরও বলেন, ‘২০১৯ সালে বাঁকুড়ার মানুষ ধর্ম দেখে ভোট দিয়েছিল। এই জেলার ১৮ লাখ মানুষের ৫০ শতাংশ যদি বিজেপির বিরুদ্ধে দাঁড়ায় তবে বাংলার টাকা ফিরে পাওয়া সম্ভব হবে। বিজেপি ফের জিতলে বাংলার টাকা গুজরাটে নিয়ে যাবে। আপনারা ভেবেছিলেন গ্রামে গ্রামে মোদী সরকার চাকরির ব্যবস্থা করবে, ভেবেছিলেন কৃষক-শ্রমিক তার অধিকার পাবে, পেট্রোলের দাম কমবে। কিন্তু কী দেখেছেন? সৌমিত্র খাঁদের এলাকায় দেখা যায়নি। দুই সাসংদকে এলাকায় দেখা যায় না। তবে আপনার দুঃখের দিনে পাশে তৃণমূল রয়েছে। বাংলার মানুষের উপর অত্যাচার করেছে সিপিএম। দিদির আমলে গ্রামে গ্রামে জলের পরিষেবা পৌঁছে গিয়েছে। ১০ বছর আগে এখনকার পরিবেশ ছিল?’
আরও পড়ুন-রোহিতের দাপটে প্রথম জয় মুম্বইয়ের
এদিন অভিষেক বলেন, ‘ধর্মের ভিত্তিতে যদি ভোট দেন তাহলে এ অবস্থা হবে। আপনার অধিকার পাবেন না। মোদীরজির রামমন্দির, ৫৬ইঞ্চি ছাতির উপর ভরসা করেছেন তারা বুঝেছেন খাল কেটে কুমির এনেছেন। একটা গণতন্ত্রে কোনও দল শেষ কথা বলে না। মানুষই শেষ কথা। তাই মানুষ সার্টিফিকেট দিলে তবেই প্রার্থী করা হবে। আপনারা যাঁকে চাইছেন তাঁকেই প্রার্থী করা হবে।’