গঙ্গার নিচের টানেল দিয়ে সফলভাবে হাওড়ায় পৌঁছাল মেট্রোর রেক

Must read

প্রতিবেদন: দীর্ঘ টালবাহানার পর অবশেষে এল সাফল্য। ইতিহাস গড়ল কলকাতা মেট্রো (Kolkata Metro)। প্রথমবার সাফল্যের সঙ্গে গঙ্গার নিচের টানেল দিয়ে হাওড়া পৌঁছে গেল মেট্রোর রেক। মেট্রোরেলের তরফে জানান হয়েছে, বুধবার দুপুর বারোটা নাগাদ মাত্র আধ ঘন্টার মধ্যে ধর্মতলা থেকে রেকটি পৌঁছে যায় হাওড়া ময়দান স্টেশনে। বউবাজারে পরপর ধসের জেরে দফায় দফায় কাজের থমকে গিয়েছিল ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ থেকে হাওড়া ময়দানের মধ্যে কাজ। এতে চাপে পড়ে যায় মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ। এরই মধ্যে এদিন সকাল এগারোটা নাগাদ অবশেষে এসপ্ল্যানেড থেকে মহাকরণের উদ্দেশে রওনা দেয় মেট্রোর একটি রেক। ১১টা ৪০ মিনিট নাগাদ মেট্রোর রেকটি মহাকরণ থেকে সুড়ঙ্গ পথে রওনা দেয়। কোনও রকম বাধাবিঘ্ন ছাড়াই মেট্রোর রেকটি গঙ্গার তলা দিয়ে কিছুক্ষণ পরেই পৌঁছে যায় হাওড়া ময়দান স্টেশনে। তৈরি হল নতুন ইতিহাস। গঙ্গার নিচ দিয়ে কলকাতা পেরিয়ে এই প্রথম মেট্রো পৌঁছে গেল হাওড়ায়। এই প্রচেষ্টা নির্বিঘ্নে শেষ হওয়ায় খুশির হাওয়া কর্মীদের মধ্যে। এবার এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত ট্রায়াল রানে আর কোনও বাধা থাকল না। রবিবার দুপুরে গঙ্গার নিচের টানেল দিয়ে এই রেক হাওড়ায় আনার কথা ছিল। কিন্তু এসপ্ল্যানেডের পর আর তা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তখনকার মতো ব্যাটারি চালিত ইঞ্জিন দিয়ে ঠেলে রেক দু’টিকে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেডে নিয়ে আসা হয়েছিল। এবার তা আরও একধাপ এগিয়ে হাওড়া ময়দানে পৌঁছে গেল।

আরও পড়ুন: ‘মানুষ যাঁকে সার্টিফিকেট দেবে তাঁকে প্রার্থী করবে তৃণমূল’, বাঁকুড়া থেকে বার্তা অভিষেকের

Latest article