পদ্মের বিভাজনের রাজনীতির বিরুদ্ধে পথে নামবে তৃণমূল

বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর থেকেই বিজেপি তাদের বিভাজনের রাজনীতি নিয়ে বাজার গরম করার চেষ্টা করছে।

Must read

সংবাদদাতা, কোচবিহার : বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর থেকেই বিজেপি তাদের বিভাজনের রাজনীতি নিয়ে বাজার গরম করার চেষ্টা করছে। বারবার নানা ছুতোয় বাংলা ভাগের দাবি তুলছে।

আরও পড়ুন-ভূতনি নদীতে ভাঙন , বাঁধ নির্মাণের কাজ শুরু, জলমগ্ন জলপাইগুড়ি

এবার তার বিরুদ্ধেই তীব্র আন্দোলনে নামতে চলেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। সোমবার তৃণমূল কংগ্রেসের বর্ধিত সভায় বললেন, ‘‘উন্নয়নের বালাই নেই। আলাদা রাজ্যের দাবি তুলে মানুষকে লাগাতার বিভ্রান্ত করার চেষ্টা করছেন বিজেপির বিধায়ক ও মন্ত্রীরা। বাংলার মানুষই এর জবাব দেবেন।’’ বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে এভাবেই পদ্মশিবিরকে একহাত নিলেন উদয়ন গুহ। কেন্দ্রের জনবিরোধী নীতি ও রাজ্যের প্রতি বঞ্চনার প্রসঙ্গ তুলে চাঁচাছোলা ভাষায় জবাব দেন মন্ত্রী। এই সভায় স্থির হয় বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে পথে নামবে তৃণমূল কংগ্রেস। ৬ সেপ্টেম্বর কোচবিহার জুড়ে হবে প্রতিবাদ মিছিল। সোমবার একথা জানান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, আব্দুল জলিল আহমেদ, নিরঞ্জন দত্ত।

Latest article