সমবায় ভোটে জিতল তৃণমূল

তৃণমূল কংগ্রেসের জয়ের ধারা অব্যাহত। কাজে এল না নাড্ডার প্রচার। পূর্ব মেদিনীপুরের মাটিতে ফের মুখ থুবড়ে পড়ল রাম-বাম জোট

Must read

প্রতিবেদন : তৃণমূল কংগ্রেসের জয়ের ধারা অব্যাহত। কাজে এল না নাড্ডার প্রচার। পূর্ব মেদিনীপুরের মাটিতে ফের মুখ থুবড়ে পড়ল রাম-বাম জোট। হলদিয়ার সমবায় নির্বাচনে তৃণমূলের কাছে গোহারা হারল বিজেপি। বামেদের সঙ্গে জোট করেও টেক্কা দিতে পারল না। শুক্রবার হলদিয়া ব্লকের দ্বারিবেড়া গ্রাম্য সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিপুল ব্যবধানে জিতলেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। ভোটগ্রহণের পর এদিন বিকেলেই ফলাফল ঘোষিত হয়। তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জিতলেন ৩৭টি আসনে।

আরও পড়ুন-৫ বছরে মেঘালয়ে দুর্নীতির তদন্তের কথা বলেননি কেন শাহ-নাড্ডা? প্রশ্ন অভিষেকের

বিজেপি এবং সিপিএম জোটের কপালে জুটল মাত্র ৫টি আসন। ফল ঘোষণার পরই তৃণমূল কর্মী-সমর্থকরা ভোটারদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে সবুজ আবির নিয়ে মেতে ওঠেন। ফল প্রকাশের পর তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক শিবনাথ সরকার বলেন, বিজেপি স্থানীয় কয়েকজনকে ভুল বুঝিয়েছিল। তারপরও একার শক্তিতে লড়াই করার সাহস পায়নি বলে বামেদের সঙ্গে জোট করেছিল। কিন্তু শেষ পর্যন্ত ভরাডুবি হল। সমবায়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল কংগ্রেস। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হলদিয়া শিল্পাঞ্চল জুড়ে ঠিকাদারিরাজ খতম করে কারখানাগুলিতে স্বচ্ছ ও শ্রমিক দরদি নীতি গ্রহণ করায় তৃণমূল কংগ্রেস তার সুফল পেতে শুরু করেছে।

Latest article