প্রতিবেদন : দায়িত্ব বাড়ছে রাসবিহারী কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমারের। বিধানসভায় তৃণমূলের নয়া ডেপুটি চিফ হুইপ হচ্ছেন তিনি। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়য়ের কাছে তৃণমূল কংগ্রেস পরিষদীয় দলের তরফে রাসবিহারী কেন্দ্রের বিধায়কের নাম প্রস্তাব আকারে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার নবান্ন থেকে বিধায়ককে ফোনে এই খবর জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর দলনেত্রী একডালিয়ায় পৌঁছলে তাঁকে প্রণাম করে আশীর্বাদ চান দেবাশিস কুমার।
আরও পড়ুন-যাত্রী সুরক্ষা তলানিতে, লাইনচ্যুত সবরমতী-আগ্রা সুপারফাস্ট এক্সপ্রেস
এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, দল আমায় যোগ্য মনে করে যে দায়িত্ব দিয়েছে, তা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। এখনও চিঠি হাতে পাইনি। বুধবার বিধানসভায় গিয়েই যাবতীয় দায়িত্ব দেখেশুনে নেব। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের আনুষ্ঠানিক অনুমোদন পেলেই সরকার পক্ষের নয়া উপ-মুখ্যসচেতক হিসেবে কাজ শুরু করবেন তিনি। নয়া চিফ হুইপ হিসেবে দেবাশিস কুমারকে নিয়ে অধ্যক্ষ জানিয়েছেন, দেবাশিস অত্যন্ত ভাল এবং নম্র বিধায়ক। সবাইকে সঙ্গে নিয়ে দক্ষতার সঙ্গে কাজ করবেন। রাসবিহারী কেন্দ্রের বিধায়ক তথা কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমারকে সহকর্মী হিসেবে পেয়ে খুশি তৃণমূলের চিফ হুইপ নির্মল ঘোষও। আগামী বুধবার বিধানসভায় স্ট্যাডিং কমিটির বৈঠক রয়েছে। সেখানে গিয়ে দায়িত্ব বুঝে নেবেন দেবাশিস কুমার।