Sayoni Ghosh: ‘ত্রিপুরা বিজেপি মনে করে তারা আইনশৃঙ্খলার ঊর্ধ্বে’ টুইটারে সরব সায়নী

বেশকয়েকদিন আগে থেকেই ত্রিপুরায় যুব সভানেত্রী সায়নী ঘোষের হাত ধরে বিজেপি-সহ অন্যান্য দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে বহু নেতা-কর্মী।

Must read

বেশ কয়েকদিন আগে থেকেই ত্রিপুরায় যুব সভানেত্রী সায়নী ঘোষের হাত ধরে বিজেপি-সহ অন্যান্য দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে বহু নেতা-কর্মী। একুশে বাংলায় অভূতপূর্ব ফলাফলের পর এবার তৃণমূল কংগ্রেসের লক্ষ্য তেইশের ত্রিপুরা। তাই ২১ জুলাইয়ের পর থেকে কার্যত নিয়ম করে পড়শি রাজ্যে পাড়ি দিচ্ছেন দলের নেতা-নেত্রী-মন্ত্রী-সাংসদরা। কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ত্রিপুরায় গিয়েছিলেন প্রচারমূলক কাজে। কিন্তু সেখানে অনেক রকম বাঁধার মধ্যে তাদের পড়তে হয়। গ্রেফতার হন সায়নী।

আরও পড়ুন-রাতে চালু হল ভলভো বাস

রীতিমতো সন্ত্রাসের আবহে আগরতলা পুরসভার ভোটগ্রহন চলছে।সকাল থেকেই উত্তপ্ত পরিস্থিতি। বেশ কিছু জায়গায় অশান্তির খবর মিলেছে।একের পর এক অভিযোগ তুলেছে সে-রাজ্যের বিরোধীরা। মক পোলের সময় তৃণমূল প্রার্থীর দুই পোলিং এজেন্টকে মারধর করার অভিযোগ উঠেছে। আগরতলার ৫ নম্বর ওয়ার্ডের এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুরভোটে আগের রাতেই প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগও উঠেছে।

সিপিএম অভিযোগ করেছে, বিলোনিয়ায় অবাধে ছাপ্পা ও বুথ দখল করছে শাসকদল বিজেপি।

তড়িঘড়ি সেখানে পোকাহে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে আজ ভোটের আগে থেকেই উত্তাল আগরতলা। আজ নিজের টুইটারে সায়ানি ঘোষ বিজেপিকে নিশানা করে ত্রিপুরার ভবিষ্যৎ বলেই দিলেন একপ্রকার।

সায়নী ঘোষ লিখেছেন ‘ত্রিপুরা বিজেপি মনে করে তারা আইনশৃঙ্খলার ঊর্ধ্বে। সুপ্রিম কোর্টকে স্পষ্ট অবজ্ঞা। আগরতলা থেকে অবিরাম হুমকি ও সহিংসতার খবর আসছে। গণতন্ত্রের শেষ কথা হবে আজ বা আগামীকাল সবচেয়ে কঠিন চড় মারবে।’

 

Latest article