ত্রিপুরা বিধানসভার স্পিকার পদ থেকে ইস্তফা বিজেপি নেতার

Must read

প্রতিবেদন : ত্রিপুরায় একদিকে তৃণমূলের উল্কার গতিতে উত্থান, সংগঠন বৃদ্ধি অন্যদিকে বিজেপিতে বিপ্লব দেব আর সুদীপ রায় বর্মন শিবিরের মধ্যে গৃহযুদ্ধে বদলেছে রাজনৈতিক সমীকরণ। এরই মাঝে গেরুয়া শিবিরে অস্বস্তি বাড়িয়ে ইস্তফা দিলেন ত্রিপুরা বিধানসভা স্পিকার রেবতীমোহন দাস। আজ, বৃহস্পতিবার তিনি নিজেই এ কথা ঘোষণা করেন।

আরও পড়ুন : ঘেরাও অব্যাহত, হাইকোর্টে গেলেন উপাচার্য

রাজনৈতিক কারণ নাকি অন্যকিছু? নিজের ইস্তফা প্রসঙ্গে রেবতীমোহন দাস বলেছেন, ‘‘ব্যক্তিগত কারণেই আমি পদত্যাগ করেছি। ডেপুটি স্পিকার বিশ্ববন্ধু সেনের কাছে ইস্তফা দিয়েছি।’’ যদিও ত্রিপুরার সাম্প্রতিক রাজনৈতিক সমীকরণ তাঁর এই আচমকা ইস্তফায় অন্য গন্ধ খুঁজে পাচ্ছেন রাজনৈতিক মহল।

প্রসঙ্গত, ২০১৬ সালে রেবতীবাবু সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এরপর প্রতাপগড় বিধানসভা কেন্দ্রে পদ্মফুল চিহ্নে প্রার্থী হিসেবে জয়ী হন। তবে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সঙ্গে সম্প্রতি তাঁর সর্ম্পকে চিড় ধরার খবর শোনা যায়। আবার তলে তলে বিজেপির অনেকেই তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন। সেই তালিকায় রেবতীমোহন দাস আছেন কিনা, তা এখনও জানা নেই। তবে এই বর্ষীয়ান নেতা অদূর ভবিষ্যতে যদি ঘাসফুল শিবিরে যোগ দেন, তাহলে অবাক হওয়ার কিছু নেই!

Latest article