ঘেরাও অব্যাহত, হাইকোর্টে গেলেন উপাচার্য

Must read

সংবাদদাতা, বোলপুর : ১৪০ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। এখনও বিশ্বভারতীতে ঘেরাও কর্মসূচি অব্যাহত ছাত্রছাত্রীদের। বহিষ্কৃত ছাত্র সোমনাথ সৌ জানিয়েছেন, তিন পড়ুয়ার বহিষ্কারের সিদ্ধান্ত যতদিন না প্রত্যাহার করছেন উপাচার্য, ততদিন ঘেরাও কর্মসূচি চলবে। নিজের বাসভবনের সামনে অশান্তি এড়াতে পুলিশের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেছিলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। উপাচার্যর আবেদনের ভিত্তিতে তাঁর বাড়ির সামনে পুলিশ পিকেট বসানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী।

আরও পড়ুন : মুক্তি পেতে আদালতে চন্দনা

এদিন উপাচার্য তাঁর শরীর আচমকা খারাপ হওয়ায় ডাক্তার ডাকেন। কিন্তু আন্দোলনকারী ছাত্রছাত্রীরা ডাক্তারকে বাড়িতে ঢুকতে দেননি। ফিরে যাওয়ার আগে চিকিৎসক অরিন্দম চট্টোপাধ্যায় বলেন, প্রশাসন আমাদের যেতে বলেন, তাই গিয়েছিলাম। আন্দোলনকারী ছাত্রছাত্রীরা বলেছেন, উপাচার্য চাপ সৃষ্টি করতে অসুস্থতার নাটক করছেন। আমরা কোনও চাপের কাছে নতি স্বীকার করব না। তবে সব মিলিয়ে বিশ্বভারতীর পরিবেশ উত্তপ্তই।

Latest article