প্রতিবেদন: বিপাকে, ঘোর বিপাকে পড়ে গেল ইউক্রেন। রাশিয়ার সঙ্গে যুদ্ধে তাদের বিপুল পরিমাণে অস্ত্র এবং খাদ্য সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিল আমেরিকা। বাইডেন জমানায় যা অক্সিজেন জুগিয়েছিল ইউক্রেনকে। আমেরিকার হঠাৎ এই পদক্ষেপের নেপথ্যে ট্রাম্প প্রশাসনের একটি নীতিগত সিদ্ধান্ত। মার্কিন যুক্তরাষ্ট্র সাফ জানিয়ে দিয়েছে, নতুন করে কোনও দেশকে আর আর্থিক সহায়তা দেবে না তারা। এখন যেসব দেশ মার্কিন সহায়তা পাচ্ছে, আপাতত মেয়াদ বাড়ানো হবে না তারও। তবে ইজরায়েল এবং ইজিপ্টের ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে না। স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন বিশ্বের অনেক দেশ।
আরও পড়ুন-মোদিরাজ্যে কারখানা থেকে উদ্ধার ১০৭ কোটির মাদক
এর অর্থনৈতিক প্রভাব নিয়েও শঙ্কিত বহু রাষ্ট্র। অদ্ভুত ব্যাপার, মার্কিন প্রশাসন প্রকাশ্যে এখনও পর্যন্ত এই সিদ্ধান্ত ঘোষণা না করলেও নতুন মার্কিন বিদেশসচিব মার্কো রুবি কিন্তু এ-বিষয়ে জারি করেছেন একটি নির্দেশ। আর এই নোটই ফাঁস হয়ে গিয়েছে আশ্চর্যজনকভাবে। বিশ্ব-অর্থনীতিতে উদ্বেগের ছায়া ফেলতে যা যথেষ্ট। কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসার পরে কেন এমন সিদ্ধান্ত? মার্কোর বক্তব্য, আন্তর্জাতিক সহায়তা দেওয়া মার্কিন বিদেশনীতির সঙ্গে কতটা সঙ্গতিপূর্ণ তা খতিয়ে দেখতে চান প্রেসিডেন্ট ট্রাম্প। তাই সহায়তা বন্ধ রাখা হচ্ছে আপাতত। কী প্রতিক্রিয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের? তাঁর বিশ্বাস, ট্রাম্প প্রেসিডেন্ট থাকলে এড়ানো যেত ইউক্রেনের সঙ্গে যুদ্ধ।