প্রতিবেদন : বিরোধী দলগুলির ভোটসন্ত্রাসের (Panchayat Election- Violence) বলি হলেন দুই তৃণমূল কর্মী ভাই। পঞ্চায়েত ভোটের দিন সিপিএম-বিজেপি-কংগ্রেস-আশ্রিত দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় সীমান্তবর্তী রঘুনাথগঞ্জের চর বাজিতপুরের গ্রামের বুথে। বড়শিমুল গ্রাম পঞ্চায়েতে ভোট দিতে যাওয়ার পথে দুষ্কৃতীদের হাতে বেধড়ক মার খান তৃণমূল কর্মীরা। গুরুতর জখম দুই ভাইকে জঙ্গিপুর হাসপাতাল থেকে স্থানান্তর করতে হয় কলকাতার এনআরএস হাসপাতালে। সোমবার বড় ভাই মইদুল শেখ সেখানে মারা যান। শুক্রবার ভোরে চিকিৎসাধীন ছোট ভাই সইবুর রহমানেরও মৃত্যু হল এনআরএসে। দাদার পর ভাইও মারা যাওয়ায় পরিবারে শোকের ছায়া। এরই মধ্যে পরিবারের অভিযোগ, ভোটের দিন (Panchayat Election- Violence) গ্রামের চারটি বুথ দখল করতে এলে বাধা দেওয়ায় লোহার রড নিয়ে হামলা চালায় বিরোধী দলের দুষ্কৃতীরা। জখম ১২ জন তৃণমূল কর্মীকে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করতে হয়। এঁদের মধ্যে ছিলেন তাঁদের পরিবারেরই সাতজন। আশঙ্কাজনক অবস্থায় সইবুর ও মইদুলকে কলকাতায় পাঠাতে হয়। দুজনকেই হারাতে হল।
আরও পড়ুন- ঘরছাড়াদের ঘরে ফিরিয়ে নন্দীগ্রামে শান্তির বার্তা তৃণমূলের