মেইলে এল রাজভবন (Rajbhavan) উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে। শুধু তাই নয়, কলকাতার বেশ কয়েকটি সরকারি দফতর উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয় চিঠিতে। মঙ্গলবার সকালে দুটি হুমকি মেইল পায় রাজভবন। এখনও পর্যন্ত অভিযোগ দায়ের হয়নি। সূত্রের খবর, দিল্লি, বিহারের মতো বেশ কয়েকটি রাজ্যে এই ধরনের মেইল পাঠিয়েছে কোন সংস্থা বা একক কোন ব্যক্তি। আজ, মঙ্গলবার সকাল সাড়ে ৯ টা ও সকাল ১০ টা নাগাদ মেইল আসে রাজভবনে। সেখানেই রাজভবন উড়িয়ে দেওয়ার কথা লেখা ছিল। রাজ্যপাল সি ভি আনন্দ বোস এখন কলকাতার বাইরে আছেন। রাজভবনের তরফ থেকে বিবৃতি দেওয়া হয়নি। শুধু রাজভবন নয়, জাদুঘর উড়িয়ে দেওয়ার কথা লিখেও মেইল এসেছে এদিন।
আরও পড়ুন-প্রয়াত সারদা মঠের অধ্যক্ষা আনন্দপ্রাণা মাতাজি, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
- প্রসঙ্গত, দমদম বিমানবন্দরে গত সপ্তাহে এমন মেইল পাঠানো হয়েছিল। পরপর দুবার সেই মেইল পাঠানো হয়। গোটা বিমানবন্দর জুড়ে তল্লাশি চালানো হলেও কিছুই পাওয়া যায় নি। দেশ জুড়ে লোকসভা নির্বাচন চলছে, তাই এই মুহূর্তে এই ধরণের যেকোন হুমকি বেশ গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ-প্রশাসন। কিছুদিন আগেই রাজারাম রেগে নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। কলকাতায় এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তিনি রেইকি করছিলেন বলে অভিযোগ। আপাতত পুলিশ হেফাজতে আছেন তিনি।