মৃতের পরিবারকে রাজ্যের ২ লক্ষ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সোমবারই মৃত যুবক প্রেম বর্মনের বাবার হাতে ২ লক্ষ টাকার চেক তুলে দেন মন্ত্রী

Must read

সংবাদদাতা, কোচবিহার : গিতলদহে বিএসএফের গুলিতে মৃত গ্রামবাসীর পরিবারের পাশে আছে রাজ্য সরকার। রবিবার শোকার্ত পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে কথা দিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সোমবারই মৃত যুবক প্রেম বর্মনের বাবার হাতে ২ লক্ষ টাকার চেক তুলে দেন মন্ত্রী।

আরও পড়ুন-হাসপাতালে ভর্তি হলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

ছিলেন সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, দিনহাটার মহকুমা শাসক রেহেনা বশির, দিনহাটার এসডিপিও ত্রিদিব সরকার-সহ পুলিশ ও প্রশাসনের পদস্থ কর্তারা। রাজ্য সরকারের পাশে দাঁড়ানোয় খুশি নিহত যুবকের পরিবারের সদস্যরা। রাজ্য সরকারের এই আর্থিক সাহায্য পেয়ে আমাদের ছেলের শেষ কাজ ভালভাবে করতে পারব। আমাদের বুক খালি করেছে, আমাদের ছেলেকে যে বিএসএফ জওয়ান গুলি করে মেরেছে, তার সুষ্ঠু বিচার চাই, ফাঁসি চাই। সেই বিএসএফের শাস্তি চাই। এ বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন— “আমরা জানি প্রেম কুমার নির্দোষ, গরু পাচারের যুক্ত থাকার কোনও অভিযোগ তার বিরুদ্ধে ছিল না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমানবিক এই ঘটনার খবর পেয়ে দ্রুত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য প্রশাসনকে নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে আজ ২ লক্ষ টাকার চেক মৃতের পরিবারের হাতে তুলে দিল প্রশাসন। বিএসএফ যত নিরীহ মানুষদের গুলি করে মারবে, সবার পাশে দাঁড়াবে রাজ্য সরকার। দলের পক্ষ থেকে যেখানে চাপ সৃষ্টি করা দরকার এই বিএসএফের অত্যাচারের বিরুদ্ধে সেটা আমরা করব। মানুষকে সচেতন করার জন্য রাজনৈতিক ভাবে আমরা এবং আমার দলের কর্মীরা সোচ্চার হবে বিএসএফ এবং বিজেপির বিরুদ্ধে। মৃতের দাদা সুকুমার বর্মন বলেন, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ।

 

Latest article