রোনাল্ডো-বিদায়ে গান, বিতর্ক

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সমর্থকদের এই গান গাইতে দেখা যায়। যার ক্যাপশন ছিল বাই বাই রোনাল্ডো। ভিডিওটি ভাইরাল হয়েছে।

Must read

ম্যাঞ্চেস্টার, ২৬ ডিসেম্বর : দেড় বছরে এই প্রথম তাঁকে ছাড়া প্রথম ম্যাচ খেলতে নামল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যাঁকে বিতর্কের মধ্যে বিশ্বকাপের আগে ছেড়ে দিয়েছিল রেড ডেভিলসরা।
কিন্তু রোনাল্ডোকে হারিয়ে ম্যান ইউ ভক্তরা যে মোটেই মনমরা নন, তার প্রমাণ মিলল কারাবাও কাপে বার্নলের বিরুদ্ধে ম্যাচে। যেখানে ম্যান ইউ সমর্থকরা বাই বাই রোনাল্ডো আওয়াজ তুলে তাঁর বিদায়ে গানও গেয়ে ফেললেন। কী সেই গান? এটাই যে, ‘আই ডোন্ট কেয়ার অ্যাবাউট রনি, রনি ডাজ নট কেয়ার অ্যাবাউট মি। অল আই কেয়ার অ্যাবাউট এমইউএফসি’। অর্থাৎ ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এফসি।

আরও পড়ুন-মৃতের পরিবারকে রাজ্যের ২ লক্ষ

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সমর্থকদের এই গান গাইতে দেখা যায়। যার ক্যাপশন ছিল বাই বাই রোনাল্ডো। ভিডিওটি ভাইরাল হয়েছে। ২.৭ মিলিয়ন ভিউ হয়েছে। তবে এই গান নিয়ে ভক্তদের মধ্যে দ্বিমতও দেখা গিয়েছে। কেউ একে সমর্থন জানিয়েছেন। আবার আপত্তি জানিয়ে অনেকে লিখেছেন, এতে ফুটবলের মহা তারকাকে অসম্মান করা হল। রোনাল্ডোর পাশে দাঁড়ানো সমর্থকের সংখ্যাই বেশি।
একজন লিখেছেন, ইউনাইটেড ফ্যানদের কাছ থেকে এই অসম্মান অবিশ্বাস্য। আরেকজন লিখেছেন, গত বছরের টপ স্কোরার। শেষ চ্যাম্পিয়নস লিগ ম্যাচ জয়ী দলের সদস্য। এই অসম্মান মোটেই বাস্তব নয়। অন্য এক সমর্থক লিখেছেন, ইউনাইটেড ফ্যানেরা চেয়েছিল কেউ একজন মুখ খুলুক। রোনাল্ডো সেটাই করেছিল। এখন সমর্থকরা মুখ ফিরিয়ে নিয়েছে। আরেকজন লিখেছেন, দুনিয়ার আর কোনও ক্লাবে একজন কিংবদন্তিকে নিয়ে এমন হবে না। ইউনাইটেড কাদায় পড়েছে।

আরও পড়ুন-হাসপাতালে ভর্তি হলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

ম্যান ইউয়ের তরফে ম্যাচ ডে প্রোগ্রামে ৮১ শব্দের এক বার্তায় জানানো হয়, রোনাল্ডো ক্লাব ছেড়ে চলে গিয়েছেন। কারবাও কাপে পরের ম্যাচে ম্যান ইউ খেলবে চার্লটন অ্যাথলেটিকের বিরুদ্ধে।

Latest article