নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে নিকেশ ২ জঙ্গি

Must read

সাফল্য নিরাপত্তা বাহিনীর। বৃহস্পতিবার সকালে জম্মু-কাশ্মীরের বারামুল্লায় (Baramulla- militants encounter) জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় নিরাপত্তা বাহিনীর। সংঘর্ষে  ইতিমধ্যে ২ জঙ্গি খতম হয়েছে। জঙ্গিদের থেকে একে-৪৭ রাইফেল সহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলেছে। গত ২৪ ঘণ্টায় এই নিয়ে দ্বিতীয়বার জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই হল। বাকি জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি অভিযান। বারামুল্লা (Baramulla- militants encounter) জেলায় একাধিক জঙ্গি লুকিয়ে রয়েছে। এই খবর আগেই পেয়েছিল পুলিশ। এ দিন ভোরে যৌথ অভিযান চালায় পুলিশ ও নিরাপত্তা বাহিনী। বারামুল্লার ক্রিরি এলাকার ওয়ানিগাম গ্রামে তল্লাশি অভিযান শুরু করতেই নিরাপত্তা বাহিনীর উপরে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনীও। দীর্ঘক্ষণ ধরে দুই পক্ষের মধ্যে গুলির লড়াই চলে। পরে নিরাপত্তা বাহিনীর তরফে জানানো হয়, এনকাউন্টার অভিযানে দুই জঙ্গিকে নিকেশ করা হয়েছে। নিহত জঙ্গিদের পরিচয় এখনও জানা যায়নি। তবে তারা লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল বলে খবর।

এর আগে গতকাল অর্থাৎ বুধবার কুপওয়াড়ায় জঙ্গিদের অনুপ্রবেশ রুখেছিল পুলিশ ও সেনা বাহিনী। সেনার গুলিতে মৃত্যু হয়েছিল দুই জঙ্গির। জম্মু-কাশ্মীরে জি-২০ বৈঠকে অশান্তি সৃষ্টি করতেই জঙ্গিরা আগামী কয়েকদিনের মধ্যে বড়সড় হামলার ছক কষেছে বলে গোয়েন্দা সূত্রে খবর।

আরও পড়ুন-নবজোয়ারে ভেসে গিয়েছেন অভিষেক, আশীর্বাদ-ভালোবাসায় হাতে বাড়ছে ব্যান্ডেডের সংখ্যা

Latest article