সংবাদদাতা, বসিরহাট : প্রাকৃতিক দুর্যোগে বারবার ক্ষতির সম্মুখে পড়ছে সুন্দরবন এলাকার মানুষ ও কৃষি। সাধারণ মানুষের স্বার্থে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ শনিবার বাঁধ পরিদর্শনে যাচ্ছেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সঙ্গে থাকবেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী, সেচ দফতরের প্রধান সচিব প্রভাতকুমার মিশ্র, জেলা পরিষদের পূর্ত ও পরিবহণের কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী, বন ও ভূমি কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ জেলার অন্যান্য আধিকারিকরা।
আরও পড়ুন-অগ্নিবীর : নেপালের আর্জি
সেচমন্ত্রী পার্থ ভৌমিক জানান, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন ভাঙনপ্রবণ বাঁধগুলি পরিদর্শন করে তার জন্য ব্যবস্থা গ্রহণ করতে। সেই লক্ষ্যেই রাজ্যের বিভিন্ন এলাকা ঘুরে দেখছি। এটিও তারই অঙ্গ। বাঁধের জন্য এখানে যেমন ইঞ্জিয়ারদের পরামর্শ নেওয়া হবে তেমনই স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে তাঁদের বাস্তব অভিজ্ঞতা থেকে নির্যাস নিয়ে কী ধরনের কাজ করা হলে আখেরে মানুষের ও চাষের উপকার হয় তার একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা গ্রহণ করা হবে। আগামী দিনে সেই পরিকল্পনামাফিক রাজ্য সরকার কাজ করবে বলে জানান পার্থ ভৌমিক।
আরও পড়ুন-আসুন! ঘোড়া কিনি ঘোড়া বেচি, ভাঙি-গড়ি সরকার
পাশাপাশি বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও ঝড় প্রতিহত করার জন্য ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশে মানগ্রোভ লাগানোয় জোর দিয়েছে বন দফতর। সেই লক্ষ্যমাত্রা প্রায় পূরণ হয়ে গিয়েছে। দ্রুততার সঙ্গে বাকি কাজ সম্পন্ন হতে চলেছে। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত বাঁধগুলির দিকেও নজর দিতে বলেছেন মুখ্যমন্ত্রী।