বিশ্বকাপের (Worldcup 2023) ম্যাচ ঘিরে প্রথম থেকেই উত্তেজনা ছিল তুঙ্গে। সব ভালো চললেও শেষেই হয়ে গেল বিপত্তি। ইডেন গার্ডেন্সের (Eden Gardens) বাইরে আহত হলেন দুই ঘোড়সওয়ারি পুলিশকর্মী। এদিন ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের শেষে ইডেনে আতসবাজি পোড়ানো হয়। এর ফলেই আতঙ্কিত হয়ে পড়ে মাউন্টেড পুলিশের ঘোড়া। ভয় পেয়ে দিকভ্রান্ত হয়ে ছুটতে থাকে। এই কারণে দুই পুলিশকর্মী আহত হন। আপাতত তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন-ডুমুরজলায় শুরু বাজিবাজার
এই ঘটনার পরিপ্রেক্ষিতে, আয়োজকদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। ইডেনে খেলা থাকলে মাউন্টেড পুলিশ রাখা হয়। বাজির শব্দে ঘোড়া ভয় পেয়ে যাবে, সেটা নতুন নয়। তারপরও কেন এভাবে বাজি পোড়ানো হল, সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।
আরও পড়ুন-দৃশ্যদূষণ রোধে কড়া ব্যবস্থা নিচ্ছে পুরসভা
রবিবার ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ শেষ হয়ে যায় রাত ন’টার আগে। ২৪৩ রানে টিম ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকার দলকে খেলা শেষ করার পর্যায়ে নিয়ে গিয়েছে। দক্ষিণ আফ্রিকার শেষ উইকেট পড়ার পরেই ইডেন গার্ডেন্সে বাজি ফাটানো শুরু হয়। নিয়মমাফিক মাঠের বাইরে মাউন্টেড পুলিশ মোতায়েন ছিল। বাজির শব্দে পুলিশের ঘোড়াগুলি ভয় পেয়ে যায়। দিশাহীন হয়ে দৌড়াতে থাকে। এর ফলেই আহত হন দুই পুলিশকর্মী। এই ঘটনার ফলে একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত পুলিশের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি।
আরও পড়ুন-কালীপুজোর আগেই শীত-ভাব
প্রসঙ্গত, প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে ৩২৬ রান তোলে ভারত। কিন্তু দক্ষিণ আফ্রিকা মাত্র ৮৩ রানে অল-আউট হয়ে যায়। স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসে ফেটে পড়ে ইডেন। স্টেডিয়ামের বাইরেও দেখা যায় সেই উচ্ছ্বাসের ছবি। কিন্তু তার মধ্যেই হঠাৎ এই বিপত্তি কিছুটা হলেও স্বাভাবিক ছন্দে তাল কেটেছে।