উত্তরবঙ্গের দুই জেলায় দুই নতুন সভানেত্রী, উত্তর দিনাজপুরে পম্পা

উত্তর দিনাজপুর জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সভানেত্রীর দায়িত্ব পেলেন পম্পা সরকার।

Must read

সংবাদদাতা, রায়গঞ্জ : উত্তর দিনাজপুর জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সভানেত্রীর দায়িত্ব পেলেন পম্পা সরকার। তিনি বর্তমান জেলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহার পরিবর্তে এই পদের দায়িত্ব পেয়েছেন। গত সোমবার রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসে নতুন করে সমস্ত স্তরের কমিটি গঠন করা হয়েছে। সেই তালিকাতেই নবনির্বাচিত সদস্যদের মধ্যে রয়েছেন পম্পা সরকার।

আরও পড়ুন-তৃণমূলস্তরে সংগঠনকে আরও মজবুত করতে প্রকাশের বুথ-অভিযান, বৈঠকে উপস্থিতি বাধ্যতামূলক

উল্লেখ্য, সংগঠনের রাজ্য নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অনুমোদিত তালিকা প্রকাশ পেতেই শুধু উত্তর দিনাজপুর জেলা নয়, রাজ্য জুড়েই নবনিযুক্ত জেলা সভানেত্রীদের অনুগামীরা এদিন সামাজিক মাধ্যমে তাঁদের আনন্দ- উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন। জানা গিয়েছে, শুধু জেলা পর্যায়ে নয়, সংগঠনের সমস্ত স্তরেই নানা পরিবর্তন হয়েছে। পম্পা সরকার বলেন, ‘‘আমাকে দল এত বড় দায়িত্ব বিশ্বাস করে দিয়েছে। আমি সেই দায়িত্ব পুরোপুরিভাবে পালন করব।’’

Latest article