তৃণমূলস্তরে সংগঠনকে আরও মজবুত করতে প্রকাশের বুথ-অভিযান, বৈঠকে উপস্থিতি বাধ্যতামূলক

পঞ্চায়েত নির্বাচনকে দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্ব।

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : পঞ্চায়েত নির্বাচনকে দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো দলীয় নেতা-কর্মীরা এই প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়েছেন। নির্বাচনের রূপরেখা তৈরি করতে প্রত্যেক জেলায় গ্রাম পঞ্চায়েতের সদস্যদের নিয়ে জেলা সভাপতিরা করছেন বৈঠক।

আরও পড়ুন-যোগীরাজ্যে ফের নিগ্রহ দলিতকে

আলিপুরদুয়ারের জেলা সভাপতি প্রকাশ চিক বড়াইক সংগঠনকে আরও মজবুত করতে এবং পঞ্চায়েত নির্বাচনের আগেই প্রত্যেকটি ব্লকের উন্নয়নে পঞ্চায়েতের সদস্যদের নিয়ে করছেন বৈঠক। এবং এই বৈঠকগুলিতে পঞ্চায়েত সদস্যদের উপস্থিতি বাধ্যমূলক বলে দলের তরফে দেওয়া হয়েছে নির্দেশিকা। সংগঠনকে আরও মজবুত করতে জেলা পরিষদ থেকে গ্রাম পঞ্চায়েত স্তর পর্যন্ত সকল সদস্য ও দলীয় কর্মীদের নিয়ে প্রতিটি ব্লকে একের পর এক সাংগঠনিক বৈঠক করে চলেছেন। এবং যাদেরকে এই সভাগুলিতে ডাকা হচ্ছে তাঁদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। জেলার ছয়টি ব্লকে ৬২টি গ্রাম পঞ্চায়েতের সদস্য দের নিয়েই জেলা জুড়ে মজবুত সংগঠন তৈরিই এই বৈঠকের একমাত্র লক্ষ্য।

আরও পড়ুন-ডুপ্লেসি পরে নামায় নেতৃত্ব দিলেন বিরাট, ডুপ্লেসির সৌজন্যে জিতল আরসিবি

জেলা সভাপতির দায়িত্ব নিয়েই বিধানসভা ভোটে খারাপ ফলের কারণ খুঁজে তা মেরামত করতে দিনরাত এক করে কাজ শুরু করেন প্রকাশ চিক বড়াইক। যার ফলে পুরভোটে জেলায় তৃণমূলের জয়জয়কার। এবার আগামী পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছেন জেলা তৃণমূল সভাপতি। তিনি বলেন, ‘‘পঞ্চায়েত নির্বাচনেও উন্নয়নের সরকারকেই বেছে নেবেন মানুষ। প্রত্যেকটি ব্লকে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কাজ। সুষ্ঠুভাবে নির্বাচন করতে এবং উন্নয়নের গতি বজায় রাখতে দলের তরফে দেওয়া হয়েছে একাধিক নির্দেশিকা। সেগুলি মেনে কাজ চলছে। বাড়ানো হচ্ছে জনসংযোগ।’’

Latest article