যোগীরাজ্যে ফের নিগ্রহ দলিতকে

ওই দলিত কিশোর দশম শ্রেণির ছাত্র। যারা নিগ্রহ করেছে তাদের মধ্যে একজনের বাড়িতেই মজুরের কাজ করতেন ওই কিশোরের মা।

Must read

রাজ্যের বিরোধী দলগুলি একাধিকবার অভিযোগ করেছে যোগী আদিত্যনাথের শাসনে উত্তরপ্রদেশে জঙ্গলরাজ কায়েম হয়েছে। বিরোধীদের অভিযোগ যে মিথ্যা নয় বারেবারেই তার প্রমাণও মিলেছে। এবার উত্তরপ্রদেশের রায়বেরিলিতে এক দলিত নাবালকের উপর চলল নৃশংস অত্যাচারের ঘটনা। যথারীতি এঘটনায় অভিযুক্তরা সকলেই উচ্চবর্ণের মানুষ। ইতিমধ্যেই ওই দলিত নাবালককে নিগ্রহের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। চাপের মুখে নড়েচড়ে বসতে বাধ্য হয়েছে প্রশাসন। গ্রেফতার করা হয়েছে সাতজনকে।

আরও পড়ুন-ডুপ্লেসি পরে নামায় নেতৃত্ব দিলেন বিরাট, ডুপ্লেসির সৌজন্যে জিতল আরসিবি

নিগৃহীত ওই দলিত কিশোর দশম শ্রেণির ছাত্র। যারা নিগ্রহ করেছে তাদের মধ্যে একজনের বাড়িতেই মজুরের কাজ করতেন ওই কিশোরের মা। ১০ এপ্রিল ওই কিশোর তার মায়ের হয়ে ওই বাড়িতে কাজের পারিশ্রমিক চাইতে গিয়েছিল। ন্যায্য পাওনা চাওয়ার অপরাধেই তার উপর অত্যাচার চালানো হয়। ভাইরাল হওয়া ২ মিনিট ৩০ সেকেন্ডের ভিডিওতে দেখা গিয়েছে, ওই নাবালককে ঘিরে ধরে দাঁড়িয়ে আছে বেশ কয়েকজন। ওই কিশোর মাটিতে কান ধরে বসে ভয়ে কাঁপছে। সে ভয় পাচ্ছে দেখে অন্যরা হাসাহাসি করছে।

আরও পড়ুন-ডেভিডের হ্যাটট্রিকে মূলপর্বে বাগান

এরপরে ওই কিশোরকে মারধর করা হয়। এক অভিযুক্ত ওই কিশোরকে প্রশ্ন করে, আর কখনও টাকা চাইতে আসবি? এরপর মোটরবাইকের উপর বসে থাকা এক অভিযুক্তের পা চাটতে বলা হয় ওই দলিত কিশোরকে। প্রাণে বাঁচতে সে তাই করে। ঘটনায় নিন্দার ঝড় সর্বত্র৷ অভিযুক্ত ধৃতরা প্রায় সকলেই উচ্চবর্ণের মানুষ। বিজেপি শাসিত উত্তরপ্রদেশে দলিতদের উপর কী ধরনের নির্যাতন চালানো হয় এই ঘটনা তারই জলজ্যান্ত প্রমাণ।

Latest article