ডুপ্লেসি পরে নামায় নেতৃত্ব দিলেন বিরাট, ডুপ্লেসির সৌজন্যে জিতল আরসিবি

ক্রুনাল পাণ্ডিয়ার বলে তাঁর ক্যাচ অসাধারণ ভাবে লুফে নেন জেসন হোল্ডার। একটা সময় আরসিবি-র রান ছিল ৪ উইকেটে ৬২।

Must read

মুম্বই, ১৯ এপ্রিল : অধিনায়ক ফাফ ডুপ্লেসির সৌজন্যে টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দল যখন প্রবল চাপে। সেই সময় ৬৪ বলে ৯৬ রান করে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন ডুপ্লেসি। ফলে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৮১ রান তুলেছিল আরসিবি। পাল্টা ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৩ রানের বেশি তুলতে পারেনি লখনউ সুপার জায়ান্টস।

আরও পড়ুন-ডেভিডের হ্যাটট্রিকে মূলপর্বে বাগান

১৮ রানে ম্যাচ জিতে নেয় আরসিবি। লখনউয়ের হয়ে কিছুটা লড়াই করেন ক্রুনাল পাণ্ডিয়া (২৮ বলে ৪২) ও কে এল রাহুল (২৪ বলে ৩০)। আরসিবি-র অস্ট্রেলীয় পেসার জস হ্যাজলউড ২৫ রানে ৪ উইকেট দখল করেন। এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নাম আরসিবি-র শুরুটা একবারেই ভাল হয়নি। ইংনিসের প্রথম ওভারেই অঞ্জু রাওয়াত ও বিরাট কোহলির উইকেট হারিয়ে বসেছিল তারা। দু’জনেই লখনউয়ের শ্রীলঙ্কান পেসার দুষ্মন্ত চামিরার শিকার। রাওয়াত ৪ ও বিরাট শূন্য রানে আউট হন। গ্লেন ম্যাক্সওয়েল ক্রিজে পা রেখেই চালাতে শুরু করেছিলেন। কিন্তু ১১ বলে ২৩ রান করে আউট হয়ে যান।

আরও পড়ুন-বাংলা দলকে সিনেমা দেখাল আইএফএ

ক্রুনাল পাণ্ডিয়ার বলে তাঁর ক্যাচ অসাধারণ ভাবে লুফে নেন জেসন হোল্ডার। একটা সময় আরসিবি-র রান ছিল ৪ উইকেটে ৬২। ওই পরিস্থিতি থেকে দলকে প্রায় একার হাতেই টেনে তোলেন ডুপ্লেসি। শাহবাজ আহমেদের সঙ্গে পঞ্চম উইকেটে ৭০ রান যোগ করেন ডুপ্লেসি। শাহবাজের অবদান ২২ বলে ২৬। অন্যদিকে, মাত্র চার রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন ডুপ্লেসি। এদিন ডুপ্লেসি একটু দেরিতে ফিল্ডিংয়ে নামায় ওই সময় নেতৃত্ব দেন বিরাট।

Latest article