বিনোদন

দুই চ্যানেলে দুই নতুন ধারাবাহিক

দুই টেলিভিশন চ্যানেলে টেলিকাস্ট হওয়া শো’গুলির কাহিনি যতটা উৎসাহের তার চেয়েও বেশি উত্তেজনার তাদের তৈরি হওয়ার গল্প। প্রতি হপ্তার জিআরপি, টিআরপি, স্লট দখলের লড়াই তো আছেই কিন্তু সে উদ্দেশ্যে ইদানীং পুরনো ধারাবাহিক হুটহাট তুলে নেওয়া, হাতে গরম নতুন ধারাবাহিক চোখের নিমেষে নামিয়ে দেওয়া, এক চ্যানেলের হিট নায়িকা বা নায়ককে নিজেদের ক্যাম্পে নিয়ে আসা, পাল্টা নিজেদের হিট জুটিকে খুইয়ে ফেলা এসবের যে জমজমাট ও টানটান চিত্রনাট্য নীরবে অফ ক্যামেরা চলতে থাকে তার তুলনা তারা নিজেই! সিরিয়ালের বাজার সরগরম এখন এ নিয়েই। যেমন, জি বাংলার নতুন ধারাবাহিক ‘লালকুঠি’তে দেখা যাবে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘দেশের মাটি’-র হিট জুটি ‘রাজা-মাম্পি’ ওরফে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও রুকমা রায়কে আবার স্টার জলসার নয়া শো ‘বউমা একঘর’-এ দেখা যাবে জি বাংলার দীর্ঘদিনের টপার শো ‘অপরাজিতা অপু’র নায়িকা সুস্মিতা দে’কে। দুটি ধারাবাহিকই শুরু হচ্ছে ২ মে থেকে।

আরও পড়ুন-বিরাট-রোহিত ঠিক রানে ফিরবে : সৌরভ

শুরুর প্রোমোতেই চমক ছিল ‘লালকুঠি’র। বাইরে প্রবল ঝড়-বৃষ্টি। লাল শাড়ি, মাথায় ফুলের সাজ, এক গা গয়না, আয়নার সামনে দেখেই বোঝা যায় বিশেষ কোথাও যাওয়ার জন্য তৈরি হচ্ছে নায়িকা। হঠাৎই দেওয়ালে কারও ছায়া। আচমকা বন্ধ হয়ে যাচ্ছে দরজা। আটকে পড়ে আতঙ্কিত নায়িকা। দরজার পাশে এসে বিঁধছে একটা রক্ত মাখা ভোজালি। প্রোমো দেখেই বোঝা যায় এটি থ্রিলার ঘরানার ধারাবাহিক হতে চলেছে। ছোটপর্দার চিরাচরিত গল্পের ধারা থেকে যা একটু অন্যরকম। বরং ইদানীং বড়পর্দা বা ওয়েব সিরিজগুলোয় যে ঘরানা জনপ্রিয় অনেকটা সেই ছোঁয়া। পরের প্রোমোতেও একই রকম রহস্যের ছোঁয়া ছিল। বিবাহবার্ষিকীতে স্ত্রীর জন্য একটা সারপ্রাইজ পার্টির আয়োজন করেছে বিক্রম(রাহুল)। সেখানেও সুইমিং পুলের ধারে অনামিকার (রুকমা) হাত ধরে টেনে কেউ তাকে জলের ভেতর নিয়ে যেতে চায়। কিন্তু বিক্রম এসে কাউকে দেখতে পায় না। প্রাথমিক ভাবে ভৌতিক মনে হলেও আদতে রহস্যে মোড়া এক কাহিনি। দুই সম্ভ্রান্ত ব্যবসায়ী পরিবারের ছেলেমেয়ে বিক্রম-অনামিকা। পেশাদারি সম্পর্ক পৌঁছয় ছাঁদনাতলায়। বিক্রমরা থাকে ‘লালকুঠি’তে। আর এই লালকুঠিতে পা দেওয়ার পর থেকেই নানা অস্বাভাবিক ঘটনার সম্মুখীন হয় অনামিকা। সে ভয় পায় কিন্তু কেউ তার কথা বিশ্বাস করতে চায় না। অনামিকা তাই নিজেই নেমে পড়ে রহস্য সন্ধানে। ‘লালকুঠি’ নাম হওয়ায় ও প্রোমোর ধরন দেখে স্বাভাবিকভাবেই দর্শকের মনে পড়ে যাচ্ছে কনক মুখোপাধ্যায় পরিচালিত ও তনুজা অভিনীত ১৯৭৮-এর জনপ্রিয় ছবি ‘লালকুঠি’-র কথা। প্রচার ঝলকে খুব ইন্টারেস্টিং ভাবে ব্যবহৃত হয়েছে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া জনপ্রিয় গান ‘ঘুম ঘুম চাঁদ, ঝিকিমিকি তারা’। সব মিলিয়ে সম্প্রচারের আগেই দর্শকের মনে তৈরি হয়েছে উত্তেজনা। সেই সঙ্গে ফিরে আসছে তাদের প্রিয় ‘রাজা-মাম্পি’ জুটি, ‘দেশের মাটি’ শেষ হওয়ার পর যাদের মিস করছিলেন তারা। কাস্টিং-এ রয়েছে আরও অনেক চমক। রাহুল, রুকমা ছাড়াও আছেন অনামিকা সাহা, তনুকা চট্টোপাধ্যায়, দেবদূত ঘোষ, পিঙ্কি বন্দ্যোপাধ্যায়, প্রিয়ম চক্রবর্তী, সোহন বন্দ্যোপাধ্যায়, সুতীর্থ সাহা, অনিন্দিতা, শরণ্যা, শ্রীতমা ভট্টাচার্য। সুরিন্দর ফিল্মস-এর ব্যানারে তৈরি হচ্ছে ‘লালকুঠি’। সম্প্রচারিত হবে সোম থেকে শুক্র রাত ৯:৩০টায়।

আরও পড়ুন-দুঃসময়ে চাহাল ছিল : কুলদীপ

অন্যদিকে ‘বউমা একঘর’ একদম অন্য ঘরানার ধারাবাহিক। হাল্কা মেজাজের রম কম। ধারাবাহিকের চলতি বউমাদের থেকে আলাদা। সাধারণভাবে ধারাবাহিকে দেখা যায় বউমা যাতে বাড়ি থাকে, সংসার নিবেদিত প্রাণ হয়, আদর্শ গৃহবধূ হয়ে কর্তব্যে নিখুঁত হয় সেদিকে কড়া নজর থাকে শাশুড়ির। পান থেকে চুন খসলেই তা নিয়ে কয়েক এপিসোডের ড্রয়িংরুম ড্রামা, এখানে সেটা নয় বরং একেবারেই উল্টো। এখানে শাশুড়ি ব্যস্ত হয় বউমাকে অফিস পাঠাতে। শাশুড়ির মূল প্রতিযোগিতা তার জায়ের সঙ্গে। আর লড়াইয়ের কারণ তুলনামূলক আধুনিক। কার ছেলের বউ কত ভাল চাকরি করে এ নিয়ে টক্কর। আসলে এক পরিবারের দুই জা হলেও তাদের হাঁড়ি যেমন আলাদা তেমন অবস্থাও আলাদা। তবু কেউ ছেড়ে দেবার বা হেরে যাবার পাত্রী নয়। লড়াই এসে দাঁড়িয়েছে নিজেদের বউমাদের নিয়ে। এ ওকে দেখিয়ে দিতে চায় সবদিক থেকেই তার বউমা ‘একঘর’! ঘুম থেকে তুলে পরিপাটি রেডি করে তাই চাকরি না-করা ছোট বউমাকে জোর করে অফিসের জামাকাপড় পরিয়ে, টিফিন দিয়ে বাইরে পাঠাতে ব্যস্ত হয়। চাকরি না করলে কী হবে যেভাবে হোক বউমাকে চাকরি জোটাতেই হবে! ‘অপু’ চরিত্রের একেবারে বিপরীত হল ‘টিয়া’। এখানে শাশুড়িই তাকে স্বপ্ন দেখাবে পেশায় পা রাখার। এবং এভাবে শাশুড়ির স্বপ্ন পূরণ করতে গিয়েই একদিন বিদেশের মাটিতে পৌঁছবে টিয়া। নিঃসন্দেহে স্বাদ বদল। টিয়ার বর মণীশ আবার পেশায় মেকানিক, যে চরিত্রটি করছে ‘ফেলনা’ ধারাবাহিক খ্যাত দেবজ্যোতি রায়চৌধুরী। ‘বউমা একঘর’ তৈরি হচ্ছে টেন্ট সিনেমার তত্ত্বাবধানে। চ্যানেলের তরফে জানানো হয়েছে ‘খুকুমণি হোম ডেলিভারি’র স্লট দখল করবে ‘বউমা একঘর’। অর্থাৎ সোম থেকে রবি, সন্ধ্যা ৬:৩০টায় দেখানো হবে ‘বউমা একঘর’। সকলেরই আশা ‘বউমা একঘর’ একেবারে অন্য স্বাদের একটি গল্প হবে। দুই চ্যানেলে দুই নতুন ধারাবাহিক।

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

1 hour ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

4 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

5 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

5 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

5 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

5 hours ago