সংবাদদাতা, কোচবিহার : কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে পাঞ্জা লড়ে পঞ্চায়েত ভোটে ভাল ফল করেছে তৃণমূল। জেলা পরিষদ আসনে ক্ষমতা ধরে রেখেছে। তাই এখন বেশ খোশমেজাজে আছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। যাঁকে কখনও দেখা যায় বিরোধীদের কড়া ভাষায় হুমকি দিতে, সেই তাঁকে এদিন দেখা গেল ছিপ হাতে মাছশিকারে ব্যস্ত। মন্ত্রীর ছিপে মাছ ধরা পড়ে কি না দেখতে গ্রামবাসীরাও ভিড় করেন। মন্ত্রীর ছিপে টোপ গিলে ধরাও পড়ল ঝিলের রুই-কাতলা। বক্সিরহাটের পলিকার ঝিলের ঘটনা, শনিবারের। উদয়ন (Udayan Guha) জানান, স্থানীয় বাসিন্দা আমন্ত্রণ জানিয়েছিলেন তাঁর বাড়ির ঝিলে মাছ ধরতে আসতে। তাই এসেছেন৷ গ্রামবাসীরা গ্রামের মন্দিরের শেড তৈরির দাবি জানিয়েছেন। সেই দাবি মেটানোর চেষ্টা করবেন বলে কথা দেন।
আরও পড়ুন- প্রধানমন্ত্রীর ‘মিথ্যাচারের’ জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়