সংবাদদাতা, কোচবিহার : কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সন্ত্রাসের জবাব দিতে তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে নিয়ে ভেটাগুড়িতে মিছিল করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। গ্রামের বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন মন্ত্রী৷ প্রবীণরা কেমন আছেন তারও খোঁজ নিয়েছেন মন্ত্রী উদয়ন গুহ। এদিন মিছিলে যেমন তরুণ প্রজন্মের ভিড় ছিল তেমন ছিল মহিলা কর্মী সমর্থকদের ভিড়৷
আরও পড়ুন-প্রাপ্য না দেওয়ার নয়া বাহানা কেন্দ্রের
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, এই এলাকায় বারংবার বিজেপি সন্ত্রাস করেছে। পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই বিজেপি চেষ্টা চালাচ্ছিল যাতে ভয়ের পরিবেশ তৈরি করে সাধারণ মানুষ ভোট দিতে না পারেন। পঞ্চায়েত নির্বাচনের পরেও বিজেপির সন্ত্রাস অব্যাহত। বিজেপির কেন্দ্রের মন্ত্রী নিশীথ প্রামাণিকের মদতেই চলছে সন্ত্রাস। এর বিরুদ্ধেই রুখে দাঁড়িয়েছেন গ্রামের সাধারণ মানুষ। পঞ্চায়েত নির্বাচনের আগে ভেটাগুড়ি গ্রাম পঞ্চায়েতে বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে বারংবার সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ও কর্মীরা।
আরও পড়ুন-ভারতীয় ফুটবল যেন সোনার খনি
পঞ্চায়েত নির্বাচনের আগে ও পরে একাধিকবার তৃণমূল কংগ্রেস কর্মীদের দেখা গেছে এলাকায় পথ অবরোধ করতে। কোথাও তৃণমূল কংগ্রেস কর্মীদের বাড়ি ভাঙচুর হয়েছে আবার কোথাও তৃণমূল কংগ্রেস কর্মীদের জমিতে কৃষিকাজ করতেও বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছিল। বিজেপি সন্ত্রাসে বারংবার উত্তেজনা তৈরি হওয়া ভেটাগুড়ি বাজার এলাকার ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। সেই পরিস্থিতিতে সাধারণ মানুষের মনে সাহস দিতে তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে নিয়ে এদিন ভেটাগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় মিছিল করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। মিছিলে তৃণমূল কংগ্রেস কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…