সংক্রমণ প্রতিরোধ করতে এতদিন ব্রিটেনে ভারতীয়দের প্রবেশ ছিল নিষিদ্ধ। করোনা টিকার দুটি ডোজ নিয়েছেন এমন ভারতীয়রাও এতদিন সে দেশে প্রবেশের অনুমতি পেতেন না। কারণ ভারতীয়দের লাল তালিকাভুক্ত করে রেখেছিল ব্রিটেন। অবশেষে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করল বরিস জনসন সরকার। লাল তালিকা থেকে ভারতকে নিয়ে আসা হল কমলা তালিকায়।
আরও পড়ুন-ভ্যাকসিন বৈষম্যের অভিযোগ তুলে ফের প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর
ব্রিটেনের এই সিদ্ধান্তের ফলে এবার ভারতীয় পর্যটকরা ব্রিটেনে প্রবেশের অনুমতি পাবেন। আগামী রবিবার ৮ অগাস্ট থেকে এই নতুন নিয়ম বলবৎ হবে। ডেল্টা প্রজাতির ভাইরাস প্রতিরোধের কারণে এতদিন ভারতীয় পর্যটকদের জন্য কড়া নিয়ম-কানুন জারি রেখেছিল ব্রিটেন। বলা হয়েছিল, সে দেশে পৌঁছল ভারতীয়দের ১০ দিন বাধ্যতামূলকভাবে হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে। কিন্তু সেই নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এবার নিজের বাড়ি কিংবা পছন্দমত যে কোনও জায়গায় কোয়ারেন্টাইনে থাকতে পারবেন ব্রিটেনে পৌঁছনো ভারতীয় পর্যটকরা।
তবে, ব্রিটেনগামী বিমানে ওঠার তিন দিন আগে কোভিড পরীক্ষা করাতে হবে। ইংল্যান্ডে পৌঁছানোর পর ফের একদফা পরীক্ষার মুখোমুখি হতে হবে ভারতীয়দের। জনসন সরকারের এই সিদ্ধান্তে খুশি ব্রিটেনে বসবাসকারী ভারতীয়রা। বহু ভারতীয় ব্রিটেনে নিয়মিত পড়াশোনা করতে গিয়ে থাকেন। জনসন সরকারের এই সিদ্ধান্তের তাঁরা খুশি বলে জানা গিয়েছে।
আরও পড়ুন-দেশে পথ দুর্ঘটনায় মৃত্যু এত বাড়ছে কেন? কেন্দ্রের কাছে প্রশ্ন অভিষেকের
উল্লেখ্য, প্রথম ধাপ কাটিয়ে উঠে একসময় সংক্রমণ অনেকটাই কমে ছিল ব্রিটেনে। কিন্তু ডেল্টা ভাইরাস ছড়িয়ে পড়ায় সেদেশে সংক্রমণ হুহু করে বাড়তে থাকে। সংক্রমণ রুখতেই ভারত, আমেরিকা-সহ ইউরোপীয় ইউনিয়নের গোষ্ঠীভুক্ত একাধিক দেশের নাগরিকদের ক্ষেত্রেও প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে ব্রিটেন। পরবর্তী ক্ষেত্রে আমেরিকা ও অন্যান্য দেশগুলির উপর থেকে কড়াকড়ি কিছুটা কমানো হলে ভারতীয়দের ক্ষেত্রে নিষেধাজ্ঞা বলবৎ ছিল। অবশেষে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ব্রিটেন। ভারত ছাড়া কাতার ও সংযুক্ত আরব আমিরশাহীকেও লাল তালিকা থেকে সরানো হয়েছে।