লাগামছাড়া মূল্যবৃদ্ধি

মাত্রাতিরিক্ত মূল্যবৃদ্ধির কারণে নাভিশ্বাস উঠছে পাকিস্তানের আম জনতার। এবার ভোজ্য তেল, ঘি ও আটার জোগানেও জোগানেও ঘাটতি দেখা দিয়েছে

Must read

মাত্রাতিরিক্ত মূল্যবৃদ্ধির কারণে নাভিশ্বাস উঠছে পাকিস্তানের আম জনতার। এবার ভোজ্য তেল, ঘি ও আটার জোগানেও জোগানেও ঘাটতি দেখা দিয়েছে। একটা পাঁউরুটির দাম সে দেশের মুদ্রায় ৫০ টাকা ছাড়িয়েছে। দেশে প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ৫২ শতাংশ পর্যন্ত বেড়েছে। অমিল রান্নার গ্যাস। পাকিস্তানের চলতি পরিস্থিতিতে অনেকেই শ্রীলঙ্কার ছায়া দেখছেন।

আরও পড়ুন-অমানবিক চিন

জ্বালানির সঙ্কটের কারণে বিদ্যুৎ উৎপাদনও থমকে গিয়েছে। ফলে দেশজুড়ে দীর্ঘক্ষণ লোডশেডিং চলছে। বিদ্যুৎ ব্যবহারে একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। স্বাভাবিকভাবেই শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে মানুষ। বিশেষজ্ঞরা মনে করছেন, অবিলম্বে পরিস্থিতি সামাল দেওয়া না গেলে সাধারণ মানুষের দুর্দশা আরও বাড়বে।

Latest article