প্রতিবেদন : ফের ভোগান্তিতে পড়তে চলেছেন রাজ্যের রেশন গ্রাহকরা। কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আগামী বুধবার, ২২ মার্চ দিল্লিতে অবস্থান আন্দোলনের কর্মসূচি নিয়েছে রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন। ওই আন্দোলনে অংশ নিতেই রাজ্যের বহু রেশন ডিলার দিল্লি রওনা হয়েছেন। এর জেরে আজ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনদিন রাজ্যের রেশন পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর ফল ভুগতে হবে সাধারণ রেশন গ্রাহকদের।
আরও পড়ুন-পঞ্চায়েত ভোট গ্রহণে প্রশিক্ষণ
অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন ইতিমধ্যেই খাদ্য দফতরের সচিব পারভেজ আহমেদ সিদ্দিকিকে চিঠি দিয়ে এই তিনদিন রেশন পরিষেবা বন্ধ রাখার আবেদন জানিয়েছে। খাদ্য দফতরের তরফে অবশ্য রবিবার পর্যন্ত এ নিয়ে কোনও নির্দেশিকা জারি করেনি। রেশন ডিলারদের সংগঠন অবশ্য দাবি করেছে, তিনদিন দোকান বন্ধ থাকলেও গ্রাহকদের কোনও অসুবিধা হবে না। এখন একদিনেই পুরো মাসের খাদ্যসামগ্রী দিয়ে দেওয়া হয়। অধিকাংশ গ্রাহক ইতিমধ্যে তা সংগ্রহ করেও নিয়েছেন।