প্রতিবেদন : বিমান তখন মাঝ আকাশে। হঠাৎই ককপিটে অসুস্থ হয়ে পড়লেন পাইলট। বিমান চালানোর মতো ক্ষমতা তাঁর ছিল না। সহকারী পাইলট থাকলেও তিনি ছিলেন নিতান্তই অনভিজ্ঞ। পাইলট অসুস্থ হয়ে পড়েছেন, এই খবর বাইরে আসতেই যাত্রীদের মধ্যে প্রবল আতঙ্ক ছড়ায়। সহকারী পাইলট বিমানটিকে জরুরি অবতরণের জন্য এটিসির কাছে অনুমতি চান। ভাগ্যক্রমে ওই বিমানের যাত্রীদের মধ্যে ছিলেন অন্য বিমানের এক দক্ষ পাইলট। চরম সংকট ও উদ্বেগের মুহূর্তে এগিয়ে আসেন ওই যাত্রী কাম পাইলট। সাহায্যের হাত বাড়িয়ে দেন সহকারী পাইলটের দিকে। এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে ওই যাত্রী কাম পাইলটই বিমানটিকে লাস ভেগাসে নিরাপদে অবতরণ করান।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আমেরিকায় (USA)। বিমানটি লাস ভেগাস থেকে ওহায়োর কলম্বাসে যাচ্ছিল। সংবাদ সংস্থা সিএনএন জানিয়েছে, সাউথ-ওয়েস্ট এয়ারলাইন্সের ৬৩০১ বিমানটি ওড়ার কিছুক্ষণের মধ্যেই পাইলট অসুস্থ হয়ে পড়েন। ককপিটেই লুটিয়ে পড়েন তিনি। জরুরি ভিত্তিতে বিমানটিকে লাস ভেগাসে (USA- Las Vegas) ফিরিয়ে আনার জন্য অনুমতি চান সহকারী পাইলট। অসুস্থতার খবর জানাজানি হতেই যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায়। ওই বিমানের আসনে বসেছিলেন অন্য বিমানের এক পাইলট। যাত্রীদের আতঙ্ক দূর করতে এবং সহকারী পাইলটকে সাহায্য করতে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন। এরপর এটিসির সঙ্গে যোগাযোগ করে ওই যাত্রী কাম পাইলটই বিমানটিকে নিরাপদে লাস ভেগাসে অবতরণ করান।
আরও পড়ুন: ভোটের মুখে বাতিল মুসলিমদের সংরক্ষণ