মণীশ কীর্তনিয়া: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাইডলাইন মতোই রাজ্যের প্রাথমিকে বুনিয়াদি শিক্ষায় কাজ করবে ইউনেস্কো। এ-বিষয়ে তাদের ইচ্ছেকে স্বাগত জানিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ইউনেস্কোর প্রতিনিধিরা একান্তে বৈঠক করবেন। প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত পঠন-পাঠনের ক্ষেত্রে পড়ুয়াদের দক্ষতা বাড়ানোয় সাহায্য করবে ইউনেস্কো।
আরও পড়ুন-রাজ্য পুলিশে ফের রদবদল
এ-রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে যে পদ্ধতিতে পড়ানো হয় তাতে ছাত্র-ছাত্রীরা কোন বিষয়ে কতটা শিখছে, কতটা আত্মস্থ করতে পারছে, কার কতটা আই-কিউ এই বিষয়গুলি নিয়েও কাজ করবে ইউনেস্কো। এতে একদিকে যেমন বুনিয়াদি শিক্ষার মান বাড়বে, একইসঙ্গে ভিত শক্ত হবে প্রাথমিকের পড়ুয়াদের। সব মিলিয়ে ইউনেস্কোর এ-রাজ্যের বুনিয়াদি শিক্ষায় প্রবেশ ও তাদের সহযোগিতায় সার্বিকভাবে মান বাড়বে প্রাথমিকের পড়ুয়াদের। তবে কোন পথে কীভাবে ইউনেস্কো কাজ করবে তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকেই ঠিক হবে।
আরও পড়ুন-পেলের সম্পত্তি পাবেন সেই কন্যা
বহু ক্ষেত্রেই দেখা গেছে বাংলার ছাত্র-ছাত্রীদের ইংরেজির ভিত নড়বড়ে। যা পরবর্তীতে উচ্চশিক্ষা কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং আরও পরে পেশাগত জায়গায় বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায়। এই বিষয়টিকে মাথায় রেখে বিশেষ নজর দেওয়া হবে ইংরেজির পঠন-পাঠনে। সাবলীলভাবে ইংরেজি লেখা ও বলতে পারার দক্ষতা তৈরির জন্য আলাদা গুরুত্ব দেওয়া হবে। এর বাইরেও আরও নানা বিষয় নিয়ে পড়ুয়াদের আত্মবিশ্বাস ও দক্ষতা বাড়ানোর জন্য তৈরি হবে বিশেষ কর্মসূচি। প্রাথমিকে যেসব শিক্ষক-শিক্ষিকা পড়ান তাঁদের সঙ্গেও কথা বলবেন ইউনেস্কোর প্রতিনিধিরা। কারণ তাঁরাই হলেন আসল কারিগর ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ তৈরির। প্রাথমিকের বুনিয়াদি শিক্ষায় ইউনেস্কোর সহযোগিতা নিঃসন্দেহে নতুন দুয়ার খুলে দেবে এ-রাজ্যের পড়ুয়াদের জন্য।