দুয়ারে সরকারের প্রশংসায় ইউনিসেফ

এদিন ভারতীয় অফিসের ইউনিসেফের মুখ্য আধিকারিক হু হে বান আরেক প্রতিনিধিকে সঙ্গে নিয়ে প্রথমে আসেন বারাসত ২ নম্বর ব্লকের বিডিও অফিসে

Must read

প্রতিবেদন : দুয়ারে সরকারের প্রশংসায় পঞ্চমুখ এবার ইউনিসেফ। রাজ্য সরকারের ২১টি প্রকল্পের সুবিধা যেভাবে এই শিবিরে পাওয়া যাচ্ছে, সে নিয়ে উচ্ছ্বসিত আন্তর্জাতিক এই সংস্থা। মঙ্গলবার শাসনের সর্দারহাটি এলাকায় শাসন ইউনিয়ন হাই স্কুলে বসেছিল দুয়ারে সরকার শিবির। সেই ক্যাম্পে ইউনিসেফের প্রতিনিধিরা এসে খুশি, সন্তুষ্ট।

আরও পড়ুন-দিনের কবিতা

এদিন ভারতীয় অফিসের ইউনিসেফের মুখ্য আধিকারিক হু হে বান আরেক প্রতিনিধিকে সঙ্গে নিয়ে প্রথমে আসেন বারাসত ২ নম্বর ব্লকের বিডিও অফিসে। সেখান থেকে তাঁরা সরাসরি যান শাসন ইউনিয়ন হাই স্কুলের দুয়ারে সরকার ক্যাম্পে। সঙ্গে ছিলেন বিডিও অর্ঘ্য মুখোপাধ্যায়। শিবিরে উপস্থিত অঙ্গনওয়াড়ি, আশাকর্মী, আধিকারিক-সহ ক্যাম্পে আসা গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন হু হে বান। পাশাপাশি স্বাস্থ্য পরিষেবায় একজন অন্তঃসত্ত্বা মা এবং শিশুদের কীভাবে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে সেই সংক্রান্ত বিষয়ে জানতে চান তিনি। এরপর শাসনের একটি অঙ্গনওয়ারি কেন্দ্রের মিড-ডে মিল সংক্রান্ত বিষয়ও খতিয়ে দেখেন। দুয়ারে সরকার কর্মসূচি দেখে সন্তোষ প্রকাশ করে হু হে বান বলেন, ইউনিসেফ মূলত শিশুদের স্বাস্থ্য শিক্ষা পরিকাঠামো নিয়ে কাজ করে থাকে। তাই শিশুদের স্বাস্থ্য, শিক্ষার উপরে যেমন জোর দিতে হবে, ঠিক তেমনই স্বাস্থ্যকর্মী, আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের সজাগ থাকতে হবে।

আরও পড়ুন-শীতবস্ত্র আনতে দেরি, প্রকাশ্যেই ভর্ৎসনা করলেন মুখ্যমন্ত্রী

এ প্রসঙ্গে বারাসত ২ নম্বর ব্লকের বিডিও অর্ঘ্য মুখোপাধ্যায় বলেন, রাজ্য সরকারের একাধিক কর্মসূচি মানুষ কীভাবে গ্রহণ করছেন, কীভাবে সরকারি পরিষেবাগুলির সুবিধা পাচ্ছেন, সেই সংক্রান্ত বিষয় খতিয়ে দেখেন ইউনিসেফ থেকে আধিকারিকরা। দুয়ারে সরকার শিবিরে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে যে ২১টি প্রকল্পের পরিষেবা দেওয়া হচ্ছে তা দেখে প্রতিনিধিরা সন্তোষ প্রকাশ করেছেন।

Latest article