দিনের কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা।

Must read

‘জাগোবাংলা’য় শুরু হয়েছে নতুন সিরিজ (series) — ‘দিনের কবিতা’ (poem of the day) । মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।

আরও পড়ুন-শীতবস্ত্র আনতে দেরি, প্রকাশ্যেই ভর্ৎসনা করলেন মুখ্যমন্ত্রী

আহুতি
তোমার বিভূতি
আমার আহুতি
নিকটে দাঁড়িয়ে কত পথছবি,
তুমি উদ্ভাসিত
সংগীত আমার নাকছাবি।
তুমি আলোড়ন
আমি আন্দোলন
খুঁজি সন্ধ্যার তারা,
তুমি অবসাদ
আমি আস্বাদ,
বুঝি চিরনূতন ধারা।
তুমি ধুলার ধরণী
আমি মগ্ন সরণি
তৃণগুচ্ছ চির মৃত্তিকা,
তুমি জননী
আমি বনানী,
সমুদ্র তনয়া ঋত্বিকা।

Latest article