করোনা সচেতনতার প্রচারে শিব-যোমরাজ!

Must read

সংবাদাদাতা, নামখানা: বালির চড়ে নন্দি-ভৃঙ্গিকে নিয়ে দাঁড়িয়ে আছেন মহাদেব। সঙ্গে রয়েছেন যোমরাজও। বেনিয়ম দেখলেই মহাদেবের নির্দেশমত রে রে করে তেড়ে আসছেন যমরাজ! না কোনও সিনেমার দৃশ্য নয়। বকখালি কিংবা মৌশুনি দ্বীপে গেলেই দর্শণ মিলবে তাঁদের। ভাবছেন তো কারণ টা কী?

আরও পড়ুন : দেশজুড়ে খেলার বার্তা সায়নীর

করোনার সচেতনার প্রচারেই এমন অভিনব ভাবনা। নামখানা ব্লক প্রশাসনের উদ্যোগে লোকশিল্পীদের বিভিন্ন রকমের সাজে সাজিয়ে প্রচার করা হল বকখালি ও মৌসুনি পর্যটন কেন্দ্রে। শিব, নন্দী, ভৃঙ্গি, যমরাজরা মাস্কহীন মুখ দেখলেই ছুটে আসছেন। তাঁদের হাতে বড় করে লেখা সচেতনতার পোস্টার। যাঁরা মাস্কবিহীনদের স্বয়ং মহাদেব গিয়ে পরিয়ে দিচ্ছেন মাস্ক। আর প্রত্যেককে সচেতন করছেন যোমরাজ। এই অভিনব প্রচারের নেতৃত্বে রয়েছেন বিডিও শান্তনু সিংহ ঠাকুর। তিনি বলেন, ‘আমরা নানারকমভাবে প্রচার চালিয়ে আসছি। কিন্তু আজকের প্রচার ছিল আকর্ষণীয়। মানুষের মধ্যে সাড়া ফেলেছে। মাস্কহীন মুখ দেখলেই মহাদেব এগিয়ে গিয়েছেন। ধমক দেওয়ার পর মাস্ক পরিয়ে দিয়েছেন।’

Latest article