দেশজুড়ে খেলার বার্তা সায়নীর

Must read

অসীম চট্টোপাধ্যায়, দুর্গাপুর: বিজেপির কাছে খেলার সংজ্ঞা যাই হোকনা কেন, তারা সর্বদাই খেলার নেতিবাচক অর্থ বের করবে। কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে খেলা মানে উন্নয়ন। খেলা মানে সম্প্রীতি। অবশ্যই সৌভ্রাতৃত্বের বার্তা। আবার খেলা মানে সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার। আর এবার সেই খেলা দেশ জুড়েই শুরু হবে।

পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচনে জোরদার খেলা হয়েছে। এবার ত্রিপুরা থেকে অসম। বিহার থেকে দিল্লির অলিন্দে পৌঁছে যাবে এই খেলা। সোমবার তাঁর পশ্চিম বর্ধমান জেলা সফরের দ্বিতীয় দিনে এমনই বক্তব্যের মধ্যে দিয়ে সায়নী ঘোষ উজ্জীবিত করে গেলেন তৃণমূল কংগ্রেসের যুব কর্মীদের। তিনি বলেন, ‘সবার সামনে আছেন যিনি তিনি হলেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো লড়াকু নেতা।তাঁরাই দলের সর্বস্তরের কর্মী নেতাদের অনুপ্রেরণা।’

আরও পড়ুন :তালিবান মুক্ত হয়ে ঘরে ছেলে ঘরে

এদিন সিটি সেন্টার সংলগ্ন পেয়ালা কালী মন্দির লাগোয়া এলাকায় দলীয় কর্মীরা তাঁকে সংবর্ধনা জানান। তার আগে তিনি আসানসোলের কর্মী নেতাদের সঙ্গে দেখা করেন। বিধানসভা নির্বাচনে দাঁতে দাঁত চেপে লড়াই করেও জিততে পারেন নি সায়নী। কিন্তু পরাজিত হলেও আসানসোল বাসীর কাছে তিনি কথা দিয়ে গিয়েছিলেন, শহরবাসীর পাশে তিনি সর্বদাই থাকবেন। তাঁকে যখনই ডাকা হবে তিনি তাঁর এই প্রিয় শহরে চলে আসবেন। এদিন তাঁকে আসানসোলের তৃণমূল নেতা এবং রাজ্য তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক ভি শিবদাশন দাশু, পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব পুষ্প স্তবক, স্মারকও উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানান। দুর্গাপুরে নেত্রী বলেন,দলের কর্মীরাই হলেন তৃণমূলের আসল সম্পদ।

আরও পড়ুন :এবার ডিজিটালে সতীনাথ

সেই কর্মীদের কর্মসংস্থান থেকে সুন্দর ভবিষ্যৎ তৈরী করার জন্য যে পরিকাঠামো প্রয়োজন সেটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পনা করে চলেছেন।আগামী দিনে অনেক বড় কঠিন লড়াইয়ের জন্য সব ধরণের প্রস্তুতি নিচ্ছে তৃণমূল বলে জানান সায়নী।

Latest article