উত্তরপ্রদেশে (Uttar Pradesh) জঙ্গলরাজ। যেখানে পুলিশ আধিকারিকদের নিরাপত্তা তলানিতে গিয়ে ঠেকেছে সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা বলে যে আর কিছুই অবশিষ্ট নেই সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই। প্রয়াগরাজের PAC-এর চতুর্থ ব্যাটালিয়নে কর্মরত একজন অফিসারকে মঙ্গলবার ভোরবেলা কৃষ্ণনগর এলাকায় তার স্ত্রী এবং মেয়ের উপস্থিতিতে তার বাড়ির বাইরে গুলি করে হত্যা করা হয়। পুলিশের তরফে খবর, তিনবার গুলি করা হয়েছে যদিও আততায়ীদের সম্পর্কে এখনও কিছু জানা যায় নি। সতীশ কুমার (৪৭), তার স্ত্রী ভাবনা (৪৫) এবং কন্যাসন্তান পাখি (১০) দীপাবলি উপলক্ষে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন। সেখান থেকে ফিরেই এই ঘটনার সম্মুখীন হতে হয় তাদের।
আরও পড়ুন-আজ নৈহাটির বড়মা কালী মন্দিরে পুজো দিতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
পুলিশের বয়ান অনুযায়ী রাত ২টো নাগাদ বাড়ি ফেরেন তারা। সতীশ বাড়ির দরজা খোলার জন্য গাড়ি থেকে নামতেই বন্ধুকধারী কিছু দুষ্কৃতী তাকে তিনবার গুলি করে। তৎক্ষণাৎ মৃত্যু হয় পুলিশ অফিসারের। দক্ষিণ জোনের ডেপুটি কমিশনার অফ পুলিশ বিনীত জয়সওয়াল এই বিষয়ে জানান যে সতীশকে একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার তদন্তের জন্য পাঁচটি টিম গঠন করা হয়েছে।
আরও পড়ুন-প্রয়াত পদ্মবিভূষণ প্রাপ্ত ওবেরয় গ্রুপের পৃথ্বী রাজ সিং
এই ঘটনার নিন্দায় সরব হয়েছে বিরোধীরা। তৃণমূল কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডেলে লেখা হয়, ‘উত্তরপ্রদেশে জঙ্গলরাজ। উত্তর প্রদেশে বিজেপি সরকারের অধীনে অনাচারের চূড়ান্ত নিদর্শন। পুলিশ আধিকারিক সতীশ কুমারকে লখনউতে তাদের বাড়ির বাইরে তার স্ত্রী এবং মেয়ের উপস্থিতিতে দুর্বৃত্তরা গুলিবিদ্ধ করেন। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বপ্রাপ্তরা যখন এই ধরনের পরিণতির সম্মুখীন হয়, তখন সাধারণ নাগরিকদের জন্য কী আশা করা যায়?’
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…