হুথি তাণ্ডব লোহিত সাগরে, ভারতে বাড়তে পারে তেলের দাম

Must read

হুথি (Houthi movement) জঙ্গিদের তাণ্ডব লোহিত সাগরে। ইজরায়েল- হামাস যুদ্ধের আঁচ পড়েছে লোহিত সাগরে। ইরানের মদতে পণ্যবাহী জাহাজে হুথি বিদ্রোহীদের লাগাতার হামলায় চিন্তায় পশ্চিমী দুনিয়া। হুথিদের হামলার জেরে ভারতে তেলের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট বোর্জ ব্রেন্ডের অনুমান ভারত যেহেতু এসব এলাকা থেকে বেশি তেল আমদানি করে, সেই কারণে সবচেয়ে বেশি প্রভাব পড়বে ভারতের উপরেই। ১০ ও ২০ মার্কিন ডলার দাম বাড়তে পারে তেলের।

সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ব্রেন্ড বলেন, সুয়েজ খাল সংলগ্ন লোহিত সাগরের ওই এলাকায় ঘন ঘন হুথি জঙ্গিদের (Houthi movement) হামলার জেরে ব্যাহত হতে পারে তেল সরবরাহকারী লাইন। আর তাতেই প্রভাব পড়ার আশঙ্কা ভারতের উপর। তবে তিনি এই আশাও প্রকাশ করেছেন যে দ্রুতই এই হামলা বন্ধ হয়ে যাবে। বিশ্বের সামগ্রিক বাণিজ্য সূচকের পতনের কথা উল্লেখ করে ব্রেন্ড বলেন, গত বছর যা ছিল ৩.৪ শতাংশ, এবার তা কমে দাঁড়িয়েছে মাত্র ০.৮ শতাংশে। তার উপর তেলের দামবৃদ্ধি হলে সূচক আরও নামবে। আর সাম্প্রতিক পরিস্থিতিতে সেই সিঁদুরে মেঘই দেখা যাচ্ছে বলে মত তাঁর।

আরও পড়ুন- আমেরিকায় মৃত্যু দুই ভারতীয় পড়ুয়ার, ঘনাচ্ছে রহস্য

উল্লেখ্য, ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধে প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়েছে হুথি জঙ্গিরা। গাজায় প্যালেস্তিনীয়দের সমর্থনে লোহিত সাগরে লাগাতার হামলা চালাচ্ছে হাউথি। বেছে বেছে ইজরায়েলপন্থী দেশগুলোর জাহাজে চলছে এই হামলা। যেহেতু ইজরায়েলের সঙ্গে ভারতের সুসম্পর্ক রয়েছে তাই নিশানা থেকে বাদ যাচ্ছে না ভারতের বাণিজ্য জাহাজগুলি। তবে এই হামলা চলতে থাকলে মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ ব্যাহত হবে। এবং তার জেরে সবচেয়ে বেশি ভুগতে হতে পারে ভারতের মতো আমদানিকারী দেশকেই, এমনই আশঙ্কা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের।

Latest article