আমেরিকায় মৃত্যু দুই ভারতীয় পড়ুয়ার, ঘনাচ্ছে রহস্য

Must read

ফের আমেরিকায় মৃত্যু হল দুই ভারতীয় পড়ুয়ার (2 Indian Students)। মাত্র ১৬ দিন আগে ভারত ছেড়ে তাঁরা আমেরিকায় গিয়েছিলেন উচ্চশিক্ষার জন্যে। কিন্তু এর মধ্যেই তাঁদের মৃত্যু হওয়ায় ঘনাচ্ছে রহস্য।

আরও পড়ুন-ডিপফেকের শিকার মাস্টার ব্লাস্টার, তীব্র প্রতিবাদ শচীনের

মৃত এক পড়ুয়ায় নাম গাট্টু দিনেশ এবং অপর জনের নাম নিকেশ। দিনেশ ছিলেন তেলেঙ্গানার ওয়ানাপার্থির বাসিন্দা। নিকেশ থাকতেন অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে। তাঁদের দু’জনেরই (2 Indian Students) বয়স কুড়ির মধ্যে। দুই ছাত্রই মার্কিন মুলুকের কানেকটিকাট প্রদেশে থাকতেন। কানেকটিকাটের পুলিশ ওই দুই ছাত্রের পরিবারকে জানিয়েছে, ঘুমের মধ্যেই প্রাণ হারিয়েছেন তাঁরা। দিনেশের বাবা পেশায় রিয়েলটর। তাঁর বাবা জানিয়েছেন, “রবিবার স্থানীয় বন্ধুরা তাঁদের সঙ্গে দেখা করতে গেলে অনেক ডাকাডাকির পরও তাঁরা কেউ দরজা খোলেননি। তখনই তাঁরা পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাঁদের দুজনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা তখনই তাঁদের মৃত বলে ঘোষণা করেন। তবে এখনও পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি।” দিনেশের বাবা গাট্টু ভেঙ্কন্নার আশঙ্কা, কার্বন মনোক্সাইডের কারণে তাঁদের মৃত্যু হতে পারে। তবে নিকেশের পরিবারের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি। গত বছর চেন্নাইয়ের এক বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিটেক পাশ করেছিলেন দিনেশ। এরপর আমেরিকার কানেকটিকাটের সেক্রেড হার্ট ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু মার্কিন মুলুকে গিয়েই মৃত্যু হল পড়ুয়াদের।

Latest article