দিল্লি-সহ ৫ রাজ্যকে বায়ুদূষণের রিপোর্ট জমা দিতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

Must read

বায়ুদূষণের মাত্রা ক্রমশ বাড়ছে ৫ রাজ্যে। এর জেরে এবার কড়া পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট। বায়ুদূষণ ভবিষ্যৎ প্রজন্মের ওপর প্রভাব ফেলতে পারে। এই কারণে উদ্বিগ্ন দেশের শীর্ষ আদালত। তাই সুপ্রিম কোর্ট দিল্লি-সহ আরও ৫টি রাজ্যকে দূষণ (Air Pollution- Supreme Court) নিয়ে একটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। এই মামলার পরবর্তী শুনানি ৭ নভেম্বর।

দূষণ নিয়ে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং রাজস্থানকে। আদালতের পর্যবেক্ষণ, বায়ুদূষণ যথেষ্ট উদ্বেগজনক বিষয়। ভবিষ্যৎ প্রজন্মের ওপর এর প্রভাব পড়বে। এদিন দিল্লির কথা বিশেষভাবে উল্লেখ করে সুপ্রিম কোর্ট বলেছে, দিল্লিতে বায়ুদূষণের (Air Pollution- Supreme Court) পরিমাণ এতটাই বেশি যে সেখানে বাসিন্দাদের বাড়ির বাইরে বের হওয়া চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। শীতের মরশুমে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলেই মনে করছে দেশের শীর্ষ আদালত। তবে শস্য জ্বালানি দিল্লির দূষণের একটি অন্যতম কারণ বলেও উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন- থাইল্যান্ড যেতে ভারতীয়দের লাগবে না ভিসা? জেনে নিন বিস্তারিত

সুপ্রিম কোর্ট বলেছে, নাসার স্যাটেলাইট থেকে পাঞ্জাবের দূষণের ছবি ধরা পড়েছে। ছুটির দিনে এই দূষণের মাত্রা কম থাকে। তবে কাজের দিনে তা মাত্রা ছাড়ায়। রিপোর্টের মধ্যে এই ৫ রাজ্যের দূষণ ছাড়াও পাশাপাশি কীভাবে এর থেকে পরিত্রাণ মিলবে তার উল্লেখ থাকতে হবে বলে সাফ জানানো হয়েছে। দিল্লির বায়ুদূষণের মাত্রা বিগত ২ বছরে অত্যাধিক খারাপ হয়েছে। দিল্লির কেজরিওয়ালের সরকার বায়ুদূষণ রোধে ১৫ দফার একটি পরিকল্পনা নিয়েছে। তারপরেও ঠেকানো যাচ্ছেনা বায়ুদূষণ। যা নিয়ে উদ্বিগ্ন সকলেই।

Latest article