কোভিড টেস্টিং ডেটাবেস থেকে ৮ কোটি ভারতীয়র তথ্য চুরির অভিযোগ

২০২১ সালেও একবার দাবি করা হয়েছিল যে কোউইন হ্যাক করা হয়েছে এবং ১৫ কোটি ভারতীয় নাগরিকের তথ্য বিক্রি করা হচ্ছে ডার্ক ওয়েবে

Must read

হ্যাকার (Hacker) সমস্যা আজ নতুন নয়। এবার অভিযোগ উঠল আইসিএমআর (ICMR) এর কোভিড টেস্টিং থেকে ৮ কোটি ভারতীয়র ব্যক্তিগত তথ্য চুরি গিয়েছে। জানা যাচ্ছে, ডার্ক ওয়েবে এক হ্যাকার দাবি করে, তার কাছে ৮ কোটি ভারতীয়র ব্যক্তিগত তথ্য সংগৃহিত আছে। শুধু তাই নয়, সেই তথ্য আইসিএমআর-এর থেকে পেয়েছে সে।

আরও পড়ুন-দিল্লি-সহ ৫ রাজ্যকে বায়ুদূষণের রিপোর্ট জমা দিতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

এমন এক গুরুতর অভিযোগ অনুযায়ী, কেন্দ্রীয় সরকার তদন্তের নির্দেশ দিয়েছে। তথ্যের মধ্যে নাগরিকদের ফোন নম্বর, ঠিকানা রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক যদিও এই তথ্য চুরির বিষয়টি অস্বীকার বা স্বীকার কোনটাই করেনি । তবে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, আমেরিকার একটি সাইবার সুরক্ষা সংস্থার নজরে প্রথমবার এই ডেটা চুরির বিষয়টি আসে। গত জুন মাসে বেশ কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছিল যে কোউইন অ্যাপ থেকে ভারতীয় নাগরিকদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর যদিও বিষয়টিতে কর্ণপাত করেন নি। তিনি দাবি করেন, টেলিগ্রামে যে তথ্য ফাঁস হয়েছে, তার সঙ্গে কোউইনের কোনও সম্পর্ক নেই।

আরও পড়ুন-থাইল্যান্ড যেতে ভারতীয়দের লাগবে না ভিসা? জেনে নিন বিস্তারিত

২০২১ সালেও একবার দাবি করা হয়েছিল যে কোউইন হ্যাক করা হয়েছে এবং ১৫ কোটি ভারতীয় নাগরিকের তথ্য বিক্রি করা হচ্ছে ডার্ক ওয়েবে। ভারতে কোভিড টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করতে হয় কোউইন অ্যাপ ব্যবহার করে। এই অ্যাপ থেকে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য চুরি যাওয়ার কথা বেশ কয়েকবার প্রকাশ্যে এলেও এই নিয়ে বিশেষ জলঘোলা হয় নি।। সরকারের তরফে দাবি করা হয়েছিল, কোউইন থেকে কোনও ব্যক্তির তথ্য ফাঁস হয়নি। জুন মাসে কোউইন নিয়ে অভিযোগ করে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের তরফে দাবি করা হয়, কোউইন হ্যাক করা হয়েছে এবং বহু রাজনীতিক এবং সাংবাদিকের ব্যক্তিগত তথ্য টেলিগ্রাম অ্যাপে প্রকাশ করা হয়েছে। সাধারণ মানুষের তথ্যও নাকি ফাঁস হয়েছে। টেলিগ্রামে কোনও টিকা নেওয়া ব্যক্তি নিজের মোবাইল নম্বর দিলে তার আইডি নম্বর, ভ্যাক্সিনেশন সেন্টার এবং আরও তথ্য সামনে চলে আসছে।

আরও পড়ুন-৪ সপ্তাহের জন্য অন্তর্বর্তী জামিন চন্দ্রবাবু নাইডুর

প্রসঙ্গত, এই ডেটা লিকের ফলে লাখ লাখ ব্যক্তির প্যান কার্ড, ভোটার আইডি, আধার কার্ডের তথ্য টেলিগ্রামে পাওয়া যায়। তৃণমূল কংগ্রেস নেতা সাকেত গোখলে এক্সে এই নিয়ে অভিযোগ করেন, এটা জাতীয় সুরক্ষার ক্ষেত্রে উদ্বেগের বিষয়। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদাম্বরম, রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েন, কংগ্রেস নেতা জয়রাম রমেশ এবং কংগ্রেসের সাধারণ সম্পদক কেসি বেণুগোপালের তথ্য টেলিগ্রামে পাওয়া যাচ্ছে। এছাড়া কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং, কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি, রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, শিবসেনা নেতা সঞ্জয় রাউতের তথ্য ফাঁস হয়েছিল বলেই খবর।

Latest article