সিডনি, ৮ জানুয়ারি : প্রায় আড়াই বছর পর টেস্ট দলে ফিরেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এবার সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করে সবাইকে চমকে দিলেন উসমান খোয়াজা (Usman Khawaja)। একই সঙ্গে ঐতিহ্যশালী আসেজ সিরিজের একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করা ক্রিকেটারদের এলিট তালিকায় জায়গা করে নিলেন খোয়াজা (Usman Khawaja)।
প্রসঙ্গত, এই এলিট তালিকায় খোয়াজা হলেন ষষ্ঠ খেলোয়াড়। তাঁর আগে আরও পাঁচজন এই কৃতিত্ব অর্জন করেছেন। এঁরা হলেন— ওয়ারেন বার্ডসলে, আর্থের মরিস, স্টিভ ওয়া, ম্যাথিউ হেডেন এবং স্টিভ স্মিথ।
আগের দিনের ৭ উইকেটে ২৫৮ রান হাতে নিয়ে শনিবার খেলতে নেমেছিল ইংল্যান্ড। তবে স্কোরবোর্ডে আরও মাত্র ৩৬ রান যোগ হতেই ইংল্যান্ডের ইনিংস গুটিয়ে দেন অস্ট্রেলীয় বোলাররা। ফলে ২৯৪ রানেই শেষ ইংল্যান্ড। স্কট বোল্যান্ড ৩৬ রানে ৪ উইকেট শিকার করেন। আগের দিনের অপরাজিত সেঞ্চুরি হাঁকানো জনি বেয়ারস্টোও ১১৩ রান করে আউট হন।
আরও পড়ুন-আইপিএল নিয়ে তোপ, সানরাইজার্সকে একহাত নিলেন ওয়ার্নার
এরপর ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৬৫ রান তুলে ডিক্লেয়ার করে দেয় অস্ট্রেলিয়া। ১০১ রানে নট আউট থাকেন খোয়াজা। ক্যামেরন গ্রিন করেন ৭৪ রান। ইংল্যান্ডের বোলারদের মধ্যে ৪ উইকেট দখল করেন জ্যাক লিচ। পাল্টা ব্যাট করতে নেমে দিনের শেষে বিনা উইকেটে ৩০ রান তুলেছে ইংল্যান্ড। রবিবার টেস্টের শেষ দিনে জেতার জন্য আরও ৩৫৮ রান তুলতে হবে ইংল্যান্ডকে। অন্যদিকে, অস্ট্রেলিয়ার চাই ১০ উইকেট।