অস্ত্রপাচারে শীর্ষে উত্তরপ্রদেশ, সংসদে জানাল কেন্দ্রীয় সরকার

Must read

নয়াদিল্লি : বেআইনি অস্ত্রপাচারে দেশের মধ্যে শীর্ষে রয়েছে বিজেপিশাসিত রাজ্য উত্তরপ্রদেশ (Uttarpradesh)৷ লোকসভার তৃণমূল কংগ্রেস সাংসদ প্রতিমা মণ্ডলের প্রশ্নের উত্তরে খোদ কেন্দ্রীয় ​স্বরাষ্ট্রমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান থেকেই উঠে এল এই তথ্য৷ তৃণমূল সাংসদের জিজ্ঞাস্য ছিল, অস্ত্র, মাদক–সহ বিভিন্ন দ্রব্য চোরাচালানের রাজ্যভিত্তিক হিসাব কেন্দ্রীয় সরকারের কাছে আছে কিনা? এর জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই যে তথ্য পেশ করেছেন তা থেকে স্পষ্ট ২০১৮, ২০১৯ এবং ২০২০ সালে সবচেয়ে বেশি বেআইনি অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে যোগীরাজ্য উত্তরপ্রদেশেই৷ তাদের জমানায় উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা নিয়ে বিজেপি বড়াই করলেও সংসদে পেশ হওয়া পরিসংখ্যানই দেখিয়ে দিল সে রাজ্যের কী হাল! বেআইনি অস্ত্রপাচারে দ্বিতীয় স্থানেও রয়েছে আর এক বিজেপিশাসিত রাজ্য মধ্যপ্রদেশ৷ কেন্দ্রের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত তিন বছরে বিজেপিশাসিত উত্তরপ্রদেশ (Uttarpradesh) ও মধ্যপ্রদেশে বেআইনি অস্ত্র বাজেয়াপ্ত হওয়ার সংখ্যা অন্যান্য রাজ্যের তুলনায় অনেক বেশি৷ চলতি বছরের পরিসংখ্যান না জানাতে পারলেও কেন্দ্র বলেছে, বেআইনি অস্ত্রপাচার ও মাদক চোরাচালান রুখতে এখনও পর্যন্ত বিভিন্ন দেশের সঙ্গে ভারত ২৬টি দ্বিপাক্ষিক স্তরের চুক্তি করেছে৷

Latest article