বিরাটদের ফেভারিট মানতে নারাজ ভন

Must read

নয়াদিল্লি, ২০ অক্টোবর : আসন্ন টি-২০ বিশ্বকাপে খেতাব জয়ের অন্যতম দাবিদার হিসেবে ভারতকে চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা। যদিও স্রোতের উল্টোপথে হাঁটছেন মাইকেল ভন। সুযোগ পেলেই ভারতীয় ক্রিকেট দলকে খোঁচা দিতে ছাড়েন না ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। এবার ভনের মন্তব্য, ‘‘জানি না কেন ভারতকে টি-২০ বিশ্বকাপের অন্যতম ফেভারিট ধরা হচ্ছে!’’ মজার বিষয়, প্রস্তুতি ম্যাচে ভনের দেশ ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছেন বিরাট কোহলিরা। সেই ইংল্যান্ডকেই কাপ জয়ের প্রবল দাবিদার হিসেবে ধরছেন ভন। তাঁর মতে, ইংল্যান্ড ছাড়াও এবারের টি-২০ বিশ্বকাপ জিততে পারে পাকিস্তান, নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ।

                                         আরও পড়ুন : চেন্নাইয়ে লক্ষ্মীর আরাধনায় প্রবাসীরা

এক সাক্ষাৎকারে ভনের মন্তব্য, ‘‘ভারতকে কোন যুক্তিতে কাপ জয়ের দাবিদার হিসেবে চিহ্নিত করা হচ্ছে, আমি বুঝতে পারছি না। শেষ কয়েকটি টি-২০ সিরিজে ভারতীয়রা সেভাবে দাগ কাটতে পারেনি। বরং আমার মতে বিশ্বকাপ জয়ের দাবিদার ইংল্যান্ড।’’ তিনি আরও বলেন, ‘‘পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজও কাপ জিততে পারে। পাশাপাশি নিউজিল্যান্ড টিমেও বেশ কয়েকজন ম্যাচ উইনার রয়েছে।’’ ভারতের মতো আরও এক ফেভারিট অস্ট্রেলিয়াকেও খুব একটা গুরুত্ব দিচ্ছেন না ভন। তাঁর যুক্তি, ‘‘বর্তমান পরিস্থিতিতে অস্ট্রেলিয়াকেও খুব একটা এগিয়ে রাখতে পারছি না। কারণ সাম্প্রতিক কালে অস্ট্রেলিয়াও খুব একটা ভাল ছন্দে নেই। তবে গ্লেন ম্যাক্সওয়েল একাই অনেক হিসেব পাল্টে দিতে পারে।’’ তবে বিরাট বাহিনীকে খুব একটা পাত্তা না দিলেও, শার্দূল ঠাকুরকে নিয়ে রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভন। ভারতীয় অলরাউন্ডারের মধ্যে তিনি কিংবদন্তি ইয়ান বোথামের ছায়া দেখছেন। শার্দূলের প্রশংসা করে ভনের মন্তব্য, ‘‘শার্দূল অনেকটা বোথামের মতো। ও বল হাতে পরিস্থিতি পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। টেস্টে ও সেটা করে দেখিয়েছে। আইপিএলেও করেছে।’’

Latest article