প্রতিবেদন : জমি নিয়ে অশান্তির জেরে প্রাণ গেল মায়ের। বেসবলের ব্যাট দিয়ে মাথায় মেরে বলিউড অভিনেত্রী বীণা কাপুরকে (Veena Kapoor Murder Case) খুনের অভিযোগ উঠল তাঁরই ছেলের বিরুদ্ধে। একাধিক জনপ্রিয় হিন্দি ধারাবাহিকেও কাজ করেছেন বীণা। অভিনেত্রীর মৃত্যুর খবর সামনে আসতেই বিনোদন জগতে নেমেছে শোকের ছায়া। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৭৪ বছর। ইতিমধ্যে মাকে খুনের অভিযোগে ছেলে শচীন কাপুর ও বাড়ির এক কাজের লোককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।
আরও পড়ুন-সেনায় সমানাধিকার মিলছে না, মেনে নিল শীর্ষ আদালত
পুলিশ জানিয়েছে, প্রবীণ অভিনেত্রীর দুই ছেলে। বড় ছেলে থাকেন আমেরিকায়। ছোট ছেলে শচীন মায়ের সঙ্গে জুহুর বাড়িতেই থাকতেন। ১২ কোটি টাকার একটি জমিকে কেন্দ্র করে মা বীণার সঙ্গে বেশকিছু দিন ধরেই অশান্তি চলছিল গুণধর ছেলে শচীনের। কয়েকদিন আগে জমি নিয়ে তর্কাতর্কির সময় রেগে গিয়ে আচমকাই মায়ের মাথায় বেসবলের ব্যাট দিয়ে লাগাতার আঘাত করেন শচীন। পরের পর আঘাতে প্রাণ হারান এই প্রবীণ অভিনেত্রী। খুনের (Veena Kapoor Murder Case) ঘটনা চাপা দিতেই জুহুর বাড়ি থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে মাথেরনের জঙ্গলে মায়ের দেহ ফেলে দিয়ে আসেন শচীন। পুলিশি জেরার মুখে ছেলে মাকে খুনের কথা স্বীকার করেছেন শচীন।
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই নিখোঁজ ছিলেন অভিনেত্রী বীণা কাপুর। মঙ্গলবার তাঁর অ্যাপার্টমেন্ট সোসাইটির সিকিউরিটি সুপারভাইজার থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই ঘটনার তদন্ত শুরু করে জুহু পুলিশ। জেরা করা হয় শচীনকে। প্রথমে সে কিছু বলতে না চাইলেও পরে ভেঙে পড়ে মাকে খুনের কথা স্বীকার করে নেয় সে।