বাদুড়িয়ায় বিজেপিকে তুলোধনা করে বনমন্ত্রী: ডিসেম্বরে খেলা দেখাব আমরাই

Must read

সংবাদদাতা, বাদুড়িয়া : বিজেপির ফড়েদের তুলোধনা করলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। শনিবার বাদুড়িয়ার প্রাক্তন পুরপ্রধান তুষার সিংয়ের স্মৃতির উদ্দেশ্যে দিলীপ স্কুল মাঠে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যে রক্তদান শিবিরে এসে। চাঁচাছোলা ভাষায় বিরোধীদের আক্রমণ করে বনমন্ত্রী বলেন, ‘শুভেন্দুর ডেট প্রতিবার ফেল হয়। ডিসেম্বর মাসে খেলা আমরাই দেখাব। রাজ্যে বিজেপি তিন ফড়েকে বাজারে ছেড়ে দিয়েছে। ওই সব মুখ পচে গিয়েছে, মানুষ নিচ্ছে না। ওরা আজেবাজে বকছে। তিন ফড়ে ৩৪ বছরের ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াইয়ে এঁটে উঠতে পারছে না। জলাতঙ্কে ভোগার মতো মানুষ বিজেপি এখন অভিষেক-আতঙ্কে ভুগছে। ওরা নাকি আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়বে। এ রাজ্যে সিপিএম, কংগ্রেসকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না।’

স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দেন, ‘উন্নয়নকে হাতিয়ার করেই আমরা আগামী দিন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ও লোকসভা নির্বাচনে এককভাবে জয়ী হব।’ বনমন্ত্রী (Jyotipriya Mallick) ছাড়াও শিবিরে উপস্থিত ছিলেন দলের এক ঝাঁক মন্ত্রী, বিধায়ক ও জেলা নেতা। ছিলেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক, দমকল মন্ত্রী সুজিত বসু, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা, বিধায়ক নারায়ণ গোস্বামী, নির্মল ঘোষ, সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, বিশ্বজিৎ দাস, সরোজ বন্দ্যোপাধ্যায়, একেএম ফারহাদ-সহ অন্যরা। নারায়ণ গোস্বামী বলেন, ‘১০ হাজার তৃণমূল কর্মী-সমর্থক রক্ত দান করেন। এই রক্ত কোন দলের লোকের শরীরে যাবে সেটা তৃণমূলের হাতে নেই। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কর্মীরা শুধুমাত্র ভোটের রাজনীতি করেন না। সমাজসেবাই তৃণমূলের মূল আদর্শ। বিজেপি কী বলবে আমাকে ধর্ম মিলিয়ে রক্ত দিন?’ সেচমন্ত্রী পার্থ ভৌমিক থ্যালাসেমিয়ার আক্রান্তদের জন্য বিশাল সংখ্যক মানুষের রক্তদানকে কুর্নিশ জানিয়ে বলেন, ‘সামনেই পঞ্চায়েত নির্বাচন। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমত দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে হবে। সকলেরই কর্তব্য সে বিষয়ে মনোযোগ দেওয়া।’

আরও পড়ুন-জমি বিবাদের জের, অভিনেত্রী বীণা কাপুরকে খুন করল ছেলে

Latest article