সংবাদদাতা, বোলপুর : বিজেপিকে অনুসরণ করে এবার সরাসরি রাজনৈতিক পথ ধরলেন বিশ্বভারতীর বিতর্কিত উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (Vidyut Chakraborty)। স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তি অনুষ্ঠানের মঞ্চে উঠে তাঁর ভাষণে রাজনীতির কথা বলে ফের বিতর্ক উসকে দিলেন তিনি। নাম না করে অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত স্বাধীনতা দিবস পালনের মঞ্চকে বেছে নিয়ে উপাচার্য বলেন, ‘বোলপুরে কিছু কিছু লোকের পেট ফুলে-ফেঁপে বড় হচ্ছে, পয়সা রোজগারের জন্য।’ পৌষমেলা ও বসন্ত উৎসবকে ঘিরে ওঠা তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ এবং সমালোচনার জবাব দিতেও স্বাধীনতা দিবসের এই মঞ্চকেই বেছে নেন তিনি। এ প্রসঙ্গে বলেন, ‘মেলা নিয়ে এখানে রাজনীতি হয়। আগে চুরি-ডাকাতি হত। মেলা করতে আপত্তি নেই। কিন্তু মেলার পর ওই রাস্তায় হাঁটা যায় না। ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালে কেস হলে বিশ্বভারতীকে (Vidyut Chakraborty) লড়তে হয়। কিন্তু মেলায় যাঁরা মুনাফা করেন, তাঁদের কোনও দায়িত্ব নেই। পৌষমেলার দায়িত্ব শান্তিনিকেতন ট্রাস্টের, বিশ্বভারতীর নয়। তাই আমরা বুঝিয়েছি, এবার পৌষমেলা করবে শান্তিনিকেতন ট্রাস্ট, বিশ্বভারতীর কোনও যোগ নেই। এ নিয়ে কেউ প্রতিবাদ করে না। কিন্তু আমি একদিন মাইনে বন্ধ করে দিলে সবাই এসে আমার বাড়ি চড়াও হয়। বসন্ত উৎসবের পরিবর্তে ‘বসন্ত তাণ্ডব’ শুরু হয়েছিল। সেটা বন্ধ করেছি।’ বুধবার ভিবিউফা শিক্ষক সংগঠনের তরফে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক-সহ বিভিন্ন জায়গায় চিঠি দিয়ে বলা হয়, মন্ত্রকের নির্দেশ থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ে ভাইরোলজি ল্যাব নেই। বিশ্ববিদ্যালয়ের পিয়ারসন মেমোরিয়াল হাসপাতালে সোমেন্দ্রনাথ সেনের মতো নন-মেডিক্যাল স্টাফ নিয়েও প্রশ্ন তোলে সংগঠন। শ্রীনিকেতনের ক্লিনিক বন্ধ করে এই হাসপাতালে খোলা হয় ফিভার ক্লিনিক। কিন্তু পরিকাঠামো নিয়ে প্রশ্ন তোলে সংগঠন।