আজ কাওয়াখালিতে বিজয়া সম্মিলনী

তিনদিনের উত্তরবঙ্গ সফরে এসে মালবাজারের সরকারি অনুষ্ঠান শেষ করে মঙ্গলবার হেলিকপ্টারে ডাবগ্রাম এলাকায় নামেন মুখ্যমন্ত্রী।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : বিশ্ববাংলা শিল্পহাট পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনদিনের উত্তরবঙ্গ সফরে এসে মালবাজারের সরকারি অনুষ্ঠান শেষ করে মঙ্গলবার হেলিকপ্টারে ডাবগ্রাম এলাকায় নামেন মুখ্যমন্ত্রী। এখান থেকে উত্তরকন্যার কন্যাশ্রী ভবনে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু তিনি সেখানে না গিয়ে সেখান থেকে শিলিগুড়ি সংলগ্ন কাওয়াখালি এলাকায় বিশ্ববাংলা শিল্পহাটে যান। শিল্পহাট ঘুরে দেখার পাশাপাশি পাশেই বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানের প্রস্তুতিপর্বের খোঁজ নেন তিনি।

আরও পড়ুন-সাত মাসের শিশুকে কামড়ে খেল কুকুর

মুখ্যমন্ত্রী শিল্পহাট থেকে হাতে তৈরি বেশ কয়েকটি মালা কিনেছেন। এর মধ্যে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের এর প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনকে ভাল কাজ করার জন্য একটি মালা উপহার দেন তিনি।
আজ উত্তরবঙ্গের বিভিন্ন পুজো উদ্যোক্তাদের নিয়ে বিজয়া সম্মিলনী অনুষ্ঠান হতে চলেছে কাওয়াখালির ময়দানে। সেখানে উত্তরবঙ্গের সমস্ত ক্লাব থেকে পাঁচজন করে সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবার দুর্গাপুজোর পরে শিলিগুড়িতে বিজয়া সম্মিলনী অনুষ্ঠান পালন করেন। এ বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের জোরদার প্রস্তুতিকাজ চলছে। অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী নিজেই কাজের তত্ত্বাবধান করছেন। উত্তরবঙ্গের কয়েকশো ক্লাবের প্রতিনিধি এই বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

Latest article