তৃণমূলের দেখানো পথেই বকেয়া আদায়ে দিল্লি অভিযানে বিজয়ন

কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদ করে রাজ্যের বকেয়া আদায়ের দাবিতে এবার বাংলার তৃণমূল কংগ্রেসের দেখানো পথেই হাঁটছে বামশাসিত কেরল।

Must read

প্রতিবেদন : কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদ করে রাজ্যের বকেয়া আদায়ের দাবিতে এবার বাংলার তৃণমূল কংগ্রেসের দেখানো পথেই হাঁটছে বামশাসিত কেরল। কেন্দ্রের বৈষম্যের প্রতিবাদে বাংলার মানুষের দাবি আদায়ের লড়াইকে দিল্লিতে পৌঁছে দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে সেই আন্দোলনকে সেসময় কটাক্ষ করেছিলেন বাংলার বাম নেতারা। আর এবার অভিষেকের দেখানো পথেই হাঁটতে চলেছে বাম শাসিত কেরল।

আরও পড়ুন-বলেন কী জিতনরাম!

বাংলার মতো কেরলেরও কেন্দ্রীয় প্রকল্পের বহু টাকা আটকে রেখেছে কেন্দ্রের মোদি সরকার। অঙ্কটা প্রায় ৫৮০০ কোটি টাকা। কেরলের পিনারাই বিজয়ন সরকারের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসাবশত মোদি সরকার এই প্রাপ্য টাকা আটকে রেখেছে। প্রধানমন্ত্রীর কাছে দরবার করেও কোনও সুরাহা হয়নি। বাধ্য হয়ে দিল্লি অভিযানের সিদ্ধান্ত নিয়েছে কেরল সিপিএম। জানা যাচ্ছে, জানুয়ারি মাসে কেরলে বাম সাংসদ ও বিধায়কদের সঙ্গে নিয়ে দিল্লি অভিযানে নামছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। সিপিএমের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, রাজ্যের সাংসদ-বিধায়করা দিল্লিতে গিয়ে ধরনায় বসবেন।

আরও পড়ুন-সংশোধনাগারের দর্শনার্থীদের জন্য এবার বাধ্যতামূলক আধার কার্ড

উল্লেখ্য, ১০০ দিনের কাজ-সহ একাধিক প্রকল্পে বাংলার টাকা আটকে রেখেছে কেন্দ্রের মোদি সরকার। বকেয়া ফেরানোর দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করে দিল্লি অভিযান করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিঠি দিয়েছিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই অভিযানের অভিঘাত পৌঁছেছিল জাতীয় রাজনীতিতেও। আর এবার বকেয়া আদায়ে অভিষেকের দেখানো পথেই হাঁটতে চলেছেন কেরলের বিজয়ন।

Latest article