সংবাদদাতা, কোচবিহার: বিএসএফের গুলিতে মৃত গ্রামবাসীর পাশে দাঁড়াল তৃণমূল (TMC)। শনিবার মেখলিগঞ্জের কুচলিবাড়িতে নিহত গৌতম বর্মনের পরিবারের সঙ্গে দেখা করে জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক, মেখলিগঞ্জে তৃণমূল কংগ্রেস বিধায়ক পরেশ অধিকারি প্রমুখ৷ তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, বাংলাদেশ সীমান্তে নিরীহ গ্রামবাসীদের গুলি করে মারছে বিএসএফ। একের পর এক প্রাণ হারাচ্ছে রাজবংশী যুবকরা। অথচ কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের দেখা নেই। অভিযোগ, বৃহস্পতিবার রাতে বাংলাদেশ সীমান্তের মেখলিগঞ্জের কুচলিবাড়িতে বিএসএফের গুলিতে মৃত্যু হয় গ্রামবাসী গৌতম বর্মনের। রাতে তৃণমূল কংগ্রেস (TMC) জেলা নেতৃত্ব তার মরদেহে শেষ শ্রদ্ধা জানায়। রাতে মলত্যাগ করতে বাড়ির বাইরে বেরিয়ে ছিলেন। তখনই বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। যদিও বিএসএফের পক্ষ থেকে দাবি করা হয়েছে গরু পাচারকারী সন্দেহে এই গুলি চালানো হয়েছে। তবে মৃতের পরিবারের দাবি সাত দিন আগেই পঞ্চায়েত নির্বাচনে ভোট দেবেন বলে কেরালা থেকে এসেছিলেন বাড়িতে।
আরও পড়ুন- জিতনরামকে বিজেপির গুপ্তচর বললেন নীতীশ