পরিষদীয় রীতি লঙ্ঘন বিজেপির

পরিষদীয় রাজনীতির অ আ ক খ সম্পর্কেও অজ্ঞ বিজেপির বিধায়কেরা।

Must read

প্রতিবেদন : পরিষদীয় রাজনীতির অ আ ক খ সম্পর্কেও অজ্ঞ বিজেপির বিধায়কেরা। শুক্রবার বিধানসভার বাজেট অধিবেশনের শুরুতে রাজ্যপালের ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে এদিন একথা আরও একবার প্রমাণ করে দিলেন তাঁরা। একের পর অংসদীয় শব্দের ব্যবহার শুধু নয় বিজেপির দুই বিধায়কের আক্রমণ শালীনতার সীমাও লঙ্ঘন করেছে অনেকবার।

আরও পড়ুন-চাকরি গেল গ্রুপ ডি-র ১৯১১ জনের

শুক্রবার বিধানসভায় অগ্নিমিত্রা পাল বলেন রাজ্যপালের ভাষণে রাজ্যের উন্নত আইন শৃঙ্খলার কথা বলা হয়েছে কিন্তু গত বিধানসভা নির্বাচনের পর সন্ত্রাস নিয়ে রাজ্যে যে কেন্দ্রীয় দল এসেছিল বর্তমান রাজ্যপাল তাঁর সদস্য ছিলেন। সে সময় তিনি তাঁর রিপোর্টে আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। উপমুখ্য সচেতক তাপস রায় পয়েন্ট অফ অর্ডার তুলে ওই বিজেপি বিধায়কের বক্তব্যের বিরোধিতা করেন। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ও অগ্নিমিত্রার কাছে সংশ্লিষ্ট কাগজপত্র জমা দিতে বলেন। তাপসবাবু বলেন, রাজ্যপাল বিধানসভায় বক্তব্য রেখেছেন। আগে কোন দফতরে চাকরি করার সময় তিনি কি বলেছেন বা করেছেন তা এখানে আলোচনার অর্থ নেই।

Latest article