বিরাট কিন্তু ছন্দে ফিরেছে : হজ

টি-২০ বিশ্বকাপের আগে বিরাট কোহলি ছন্দে ফিরেছেন। এটাই বাকি দলগুলির জন্য সতর্কবার্তা, মনে করছেন প্রাক্তন অস্ট্রেলীয় ব্যাটার ব্র্যাড হজ।

Must read

মুম্বই, ২৭ সেপ্টেম্বর : টি-২০ বিশ্বকাপের আগে বিরাট কোহলি ছন্দে ফিরেছেন। এটাই বাকি দলগুলির জন্য সতর্কবার্তা, মনে করছেন প্রাক্তন অস্ট্রেলীয় ব্যাটার ব্র্যাড হজ। ভারতের প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজাও বাকি দলগুলিকে সতর্ক করে জানিয়ে দিলেন, বিশ্বের অন্যতম সেরা চেজমাস্টার বিরাট।

আরও পড়ুন-ইংল্যান্ড-জার্মানি ৩-৩ ড্র, হাঙ্গেরিকে হারিয়ে শেষ চারে গেল ইতালি

এশিয়া কাপে ভারতের হয়ে সর্বাধিক রান করেছেন। তার মধ্যে একটি সেঞ্চুরি বিরাটের। সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজেও একটি হাফ সেঞ্চুরি তাঁর, যা ভারতকে ম্যাচ ও সিরিজ জিততে সাহায্য করেছে। বিরাটের সেই পুরনো আগ্রাসী ব্যাটিং দেখা যাচ্ছে। যা ভারতীয় টিম ম্যানেজমেন্টকে স্বস্তি দিচ্ছে। হজ বলেছেন, ‘‘বিরাট নিশ্চিতভাবেই ওর সেরা ছন্দ ফিরে পেয়েছে। ব্যাটের মাঝখান দিয়ে স্ট্রোক খেলছে। ও খুব বুদ্ধিমত্তার সঙ্গে ইনিংস খেলছে। শেষ ম্যাচে জাম্পাকে (অ্যাডাম) খুব ভাল খেলেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টি-২০ ম্যাচে খুব সাজানোগোছানো ইনিংস খেলেছে বিরাট। বিশ্বকাপের জন্য ও যে তৈরি, বুঝিয়ে দিচ্ছে।’’

আরও পড়ুন-শিশুচুরির অভিযোগে

জাদেজা বলেছেন, ‘‘বিরাটের থেকে অনেক ভাল স্ট্রোক প্লেয়ার হয়তো আছে, কিন্তু রান তাড়া করার সময় ওর ব্যাটে ধারাবাহিকতা দারুণ। খারাপ ফর্মের গত দু’আড়াই বছর বাদ দিন, ১০-১২-১৫ বছর ধরে বিরাট ধারাবাহিকতা দেখিয়ে আসছে। ও খেলার গতিটা বোঝে। সেরা চেজমাস্টার।’’

Latest article